গণঅধিকার পরিষদকে পরগাছা দল বলে আখ্যায়িত করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সাবেক সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। নিজের ক্ষমতায় নয় সারা দেশের মতো রংপুরেও অন্যের ওপর ভর করে সমাবেশ করে গেছে নুরুল হক নুর।
শুক্রবার (৮ নভেম্বর) রংপুর সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে নিজ দলের যৌথ কর্মিসভায় এসব কথা বলেন তিনি।
মোস্তফা আরও বলেন, গণধিকার পরিষদকে জাতীয় পার্টির হিসাব করার সময় নেই। জাতীয় পার্টির ইতিহাস সুদীর্ঘ ইতিহাস। নয় বছরের সফল রাষ্ট্র পরিচালনার ইতিহাস রয়েছে জাতীয় পার্টির। কাজেই এই দলকে নিয়ে সস্তা সমালোচনা থেকে বিরত হন। নয়তো কারো পিটের চামড়া থাকবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।
সভায় জাপার কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা আরও বলেন, জাতীয় পার্টিকে ছাড়া কোনো নির্বাচন বাংলার মাটিতে হবে না। জাতীয় পার্টিকে সংলাপ বা নির্বাচনে ডাকা না হলে রংপুরের সব প্রশাসনিক দপ্তর ঘেরাও করার করা হুঁশিয়ারি দেন জাপার এ নেতা।
এসময় জাতীয় পার্টিকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করে উপদেষ্টা পরিষদকে ইঙ্গিত করে তিনি বলেন, ইতিহাস ভুলে যাবেন না। আপনাদের মসনদ উল্টে দেবার জন্য জাতীয় পার্টিই যথেষ্ট। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় রংপুরকে অচল করে দেয়ার সক্ষমতা তার দল রাখে বলে ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি দেন।
সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমের সম্প্রতি রংপুরে দেয়া বক্তব্যের প্রতিবাদ করে তিনি বলেন, জাতীয় পার্টি পিঁপীলিকা না বাজপাখি। যাকে ধরে তাকে ছাড়ে না। কাজেই জাতীয় পার্টিকে নিয়ে খেলতে আসবেন না। আসলে তার ফলাফল সুখকর হবে না বলেও জানান মোস্তফা।
উল্লেখ্য, মহানগর জাতীয় পার্টি সাধারণ সম্পাদক এসএম ইয়াসিরের সভাপতিত্বে এসময় দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
এএম/