পাকিস্তানের একটি রেলস্টেশনে বোমা বিস্ফোরণে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও ৪৬ জন বা তার বেশি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
স্থানীয় সময় শনিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটা’র একটি রেলস্টেশনে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
পাকিস্তানি সংবাদমাধ্যম ‘দ্য ডন’ এর প্রতিবেদন থেকে জানা যায়, পেশোয়ারগামী একটি ট্রেন তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল, তখনই রেলস্টেশনের ভিতরে বিস্ফোরণটি ঘটে।
ঘটনাটি নিশ্চিত করে কোয়েটার সুপারিনটেনডেন্ট অব পুলিশ অপারেশন মুহাম্মদ বালোচ বলেন, এটা মনে হচ্ছে আত্মঘাতী বিস্ফোরণ। তবে এত তাড়াতাড়ি বলা যাবে না, অনুসন্ধান চলছে।
মুহাম্মদ বালোচ জানান, বোমা বিস্ফোরণের সময় সেখানে প্রায় ১০০ জনের মতো মানুষ উপস্থিত ছিলেন।
বেলুচিস্তান প্রদেশের সরকার প্রতিনিধি শহীদ রিন্দ এক বিবৃতিতে জানান, পুলিশ ও নিরাপত্তা কাজে নিয়জিত লোকরা ঘটনার পরপর সেখানে পৌঁছে যান। একটি বোম্ব ডিস্পোজাল ইউনিট সেখানে কাজ করছেন। হাসপাতালে ‘ইমার্জেন্সি’ ব্যবস্থা চালু করা হয়েছে।
এম এইচ//