ফিলিস্তিনের গাজা ভূখণ্ড, লেবানন, সিরিয়ায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে সবমিলিয়ে ৯৪ জন নাগরিক নিহত হয়েছেন।
সোমবার (১১ নভেম্বর) সংবাদমাধ্যম আল জাজিরা এই হামলা ও নিহতের তথ্য প্রকাশ করেছে।
জানা যায়, গাজা ভূখণ্ডে নিহতের সংখ্যা প্রায় অর্ধশতাধিক। লেবাননে নিহত হয়েছেন ৩৮ জন, যেখানে ৭ জন শিশু। অন্যদিকে সিরিয়াতে ৭ জন মানুষ মারা গেছেন।
আল জাজিরা বলছে, রোববার (১০ নভেম্বর) ইসরাইলি বাহিনী গাজা ভূখণ্ডজুড়ে অন্তত ৪৯ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। যা গাজার চিকিৎসা সূত্র জানিয়েছে। এর মধ্যে উত্তর গাজার জাবালিয়াতে ইসরাইলিদের এক হামলাতেই ৩৬ জন নিহত হয়েছেন।
অবরুদ্ধ গাজা ভূখণ্ডে, গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪৩ হাজার ৬০৩ জনে পৌঁছেছে। আহতের সংখ্যা যেখানে ১ লাখ ২ হাজার ৯২৯ জন। তথ্যগুলো গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানা যায়।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরাইলি বাহিনী গত ২৪ ঘণ্টায় সারা দেশে যে অভিযান চালিয়েছে তাতে আরও ৩৮ জন নিহত হয়েছেন। যেখানে রাজধানী বৈরুতের উত্তরে আলমাত গ্রামে ২৩ জন নিহত হয়েছে। যে ৭ জন শিশু মারা গেছেন, তারা এই গ্রামেরই ছিলেন বলে জানা যায়।
সিরিয়াতে হামলার বিষয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাজধানী দামেস্কের একটি আবাসিক ভবনে ইসরাইলি বাহিনী এই বোমা হামলা চালায়, যেখানে ৭ জন নাগরিক নিহত হয়েছেন।
এম এইচ//