আন্তর্জাতিক

পুতিনকে ট্রাম্পের ফোন: ইউক্রেন যুদ্ধ বন্ধে পরামর্শ

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: ফাইল

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ‘ইউক্রেন যুদ্ধ’ প্রসঙ্গে ফোনালাপ হয়েছে।  

সোমবার (১০ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াশিংটন পোস্ট’ এ সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশ করে। যেখানে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প ও পুতিন স্থানীয় সময় গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) এই ফোনালাপ করেন।

ওয়াশিংটন পোস্ট থেকে বলা হয়, ইউক্রেনে আর যুদ্ধ না বাড়াতে পুতিনকে পরামর্শ দিয়েছেন ট্রাম্প। তাদের দুজনের ফোন আলাপের মূল বিষয় ছিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ।

পুতিনের সঙ্গে যখন ট্রাম্পের আলাপ হয়, তখনো নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়নি। তবে স্পষ্টতই বোঝা যাচ্ছিল যুক্তরাষ্ট্রের মসনদে বসতে যাচ্ছেন ট্রাম্প।

এর আগে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় ইউক্রেনে মার্কিন সামরিক ও আর্থিক সহায়তা নিয়ে সমালোচনা করেন ট্রাম্প। আড়াই বছর ধরে চলমান এই যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। তবে কীভাবে তিনি এই কাজটি করবেম, তা তখন জানাননি।

পুতিনের সঙ্গে ট্রাম্পের সাম্প্রতিক ফোনালাপ হয়তো সেই কাজের অংশ হিসেবে প্রথম পদক্ষেপ।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন ডোনাল্ড ট্রাম্প | ভ্লাদিমির পুতিন | ফোনালাপ