আর্কাইভ থেকে বাংলাদেশ

কক্সবাজারে সেপটিক ট্যাংকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

কক্সবাজারে সেপটিক ট্যাংকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

কক্সবাজার শহরে সেপটিক ট্যাংকে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও একজন। আহত শ্রমিককে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

নিহত শ্রমিকরা হলেন- শহরের পাহাড়তলী এলাকার নুরুল হুদা (২৫) ও সমিতিপাড়া এলাকার মো. হাশিম (৪৫)।  

রোববার (৯ অক্টোবর) সকালে কলাতলী রোডের সাংস্কৃতিক কেন্দ্রর সামনে নির্মাণাধীন ভবনে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) সেলিম উদ্দীন।

ওসি জানান, সকালে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলতে যান শ্রমিকরা। এই সময় ট্যাংকের ভেতরে নুরুল হুদা ঢুকে। তিনি বের না হলে তাকে উদ্ধার করতে হাশিম নামেন ট্যাংকের ভেতরে। তিনিও বাঁচার আকুতি করলে আরও একজন শ্রমিক ভেতরে ঢুকেন। এরপর অন্যান্য শ্রমিকরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

কিছুক্ষণ পর শ্রমিক নুরুল হুদা ও হাশিমকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। আহত আরও এক শ্রমিককে চট্টগ্রাম হাসপাতালে রেফার করা হয়।

ওসি সেলিম উদ্দীন আরও জানান, সেপটিক ট্যাংকের ঢাকনা দীর্ঘদিন বন্ধ থাকার কারণে ভেতরে গ্যাস জমে যায়। আর এই জমে যাওয়া ট্যাংকে ঢুকতেই শ্রমিকরা শ্বাস নিতে না পেয়ে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। দুই জনের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কাজের কন্ট্রাক্টর আবুল হোসেনের অবহেলায় এই ঘটনা ঘটেছে। 

উম্মে রুম্মান 

এ সম্পর্কিত আরও পড়ুন কক্সবাজারে | সেপটিক | ট্যাংকে | পড়ে | দুই | শ্রমিকের | মৃত্যু