আর্কাইভ থেকে বাংলাদেশ

ফুলছড়ি উপজেলায় নির্বাচনী প্রচারণার অফিস ভাঙচুর

ফুলছড়ি উপজেলায় নির্বাচনী প্রচারণার অফিস ভাঙচুর

ফুলছড়ির সাঘাটা গাইবান্ধা-৫ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপনের একটি নির্বাচনী অফিসে হামলা ও ভাঙচুর করা হয়েছে। 

শনিবার (০৮ অক্টোবর)  দিবাগত রাতে উপজেলার উদাখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কাঠুর নাড্ডার মোড় নামক স্থানে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।  

৫ নম্বর ওয়ার্ডের সভাপতি রেজা মিয়া অভিযোগ করে বলেন, নির্বাচনী পরিবেশ নষ্ট ও আতঙ্ক সৃষ্টি করতে প্রতিপক্ষ লোকেরা গতকাল সন্ধ্যায় বিরোধীদলের লোকেরা নৌকার কর্মীদের হুমকি দিয়ে আসছে। 

এ বিষয়ে জানতে চাইলে,উদাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান বাদশা বলেন, কে বা কারা রাতের অন্ধকারে আমাদের নির্বাচনী অফিস ভাঙচুর করেন। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিরোধী দলের লোকেরা এ ঘটনা ঘটিয়েছে। 

এ বিষয়ে জানতে চাইলে ফুলছড়ি থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী জানান, নৌকার প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে ভাঙচুর করার বিষয়টি তিনি শুনেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

আজ রবিবার (০৯ অক্টোবর)  দুপুর ১ টার সময় পর্যন্ত এ রিপোর্ট  লেখা পর্যন্ত থানায় কোন মামলা বা অভিযোগ দায়ের হয়নি।

এ সম্পর্কিত আরও পড়ুন ফুলছড়ি | উপজেলায় | নির্বাচনী | প্রচারণার | অফিস | ভাঙচুর