বিনোদন

সুষ্ঠু নির্বাচনে বিরোধীদের জামানত বাজেয়াপ্ত হবে : শাহরিয়ার নাজিম জয়

বিনোদন ডেস্ক

বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা শাহরিয়ার নাজিম জয় আড়াই দশক ধরে অভিনয়, নির্মাণ এবং উপস্থাপনায় নিজের প্রতিভার ছাপ রেখেছেন। তবে তার সবচেয়ে বড় গুণ হলো তিনি কখনোই নিজের মনের কথা বলতে দ্বিধা করেন না। সামাজিক, রাজনৈতিক কিংবা ব্যক্তিগত বিষয়ে যা ভাবেন তা অকপটে প্রকাশ করেন। সম্প্রতি তিনি সামাজিক মাধ্যমে বেশ সরব হয়ে উঠেছেন এবং নির্বাচনী রাজনীতির বিষয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন।

তিনি তার ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এমপি পদে প্রার্থী হয়ে তিনি নিজের এলাকা থেকে নির্বাচিত হতে পারেন। এমনকি সুষ্ঠু নির্বাচনে বিরোধী পক্ষের জামানতও বাজেয়াপ্ত হওয়ার আশঙ্কা করেছেন তিনি।

শাহরিয়ার নাজিম জয় নুরুল হক নুর সম্পর্কে বলেন, "জনগণ চায় আমাদের নুর ভাইকে ক্ষমতায় দেখতে। আমি নিজেও খুশি হবো যদি তিনি ক্ষমতায় আসেন, কারণ তিনি একজন সরল ইমেজের ব্যক্তি যিনি মানুষের কাছে গ্রহণযোগ্য।" 

তবে তিনি আরও বলেন, "জনগণের ভবিষ্যৎ সম্পর্কে কেউ জানে না, আমরা শুধু আল্লাহর ওপর নির্ভর করতে পারি।" "যদি আমি প্রার্থী হই, আমার এলাকায় সুষ্ঠু নির্বাচনে কোনও দলের শক্তি থাকবে না।  সব দলের জামানত বাজেয়াপ্ত হবে।"

নিজের রাজনৈতিক পরিবারের ঐতিহ্য প্রসঙ্গে শাহরিয়ার নাজিম জয় বলেন, "আমার দাদা ওই এলাকার তিনবারের এমপি ছিলেন মুসলিম লীগের সদস্য। আমার চাচা ৯৮ শতাংশ ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান ছিলেন এবং এখন তিনি বিএনপির সহ-সভাপতি।"

তিনি আরও জানান, "অতীতে আওয়ামী লীগের আব্দুর রাজ্জাকের ছেলে এবং বিএনপির কিরণও আমাদের দাদির সালাম করতেন।  আমাদের অনুমতি ছাড়া ওই এলাকাতে কেউ এমপি হতে পারেন না।"

এসকে//

এ সম্পর্কিত আরও পড়ুন #শাহরিয়ার নাজিম জয় #জামানত বাজেয়াপ্ত