বিনোদন

শাহরুখ খানকে প্রাণনাশের হুমকি দেয়া সেই আইনজীবী গ্রেপ্তার

বিনোদন ডেস্ক

বলিউড সুপারস্টার শাহরুখ খান ছবি: সংগৃহীত

সম্প্রতি প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। এই হুমকির প্রেক্ষিতে মুম্বাই পুলিশ ছত্তিশগড়ের রায়পুর থেকে ফয়জান খান নামের একজন আইনজীবীকে গ্রেপ্তার করেছে।

জানা গেছে, ফয়জান খান শাহরুখের কাছে ৫০ লাখ টাকা দাবি করেছিলেন এবং তা না পেলে তাকে হত্যার হুমকি দেন।

গেলো ৫ নভেম্বর মুম্বাই পুলিশের কাছে একটি উড়ো ফোন আসে, যেখানে বলা হয়, মান্নত-এ থাকা শাহরুখ খান যদি ৫০ লাখ টাকা না দেন, তাহলে তাকে হত্যা করা হবে। ফোন কলটি ট্র্যাক করে পুলিশ জানতে পারে, এটি ছত্তিশগড় থেকে করা হয়েছিল। পরে তারা ফয়জান খানকে শনাক্ত করে এবং গ্রেপ্তারের জন্য রায়পুরে তার বাড়িতে অভিযান চালায়।

ফয়জান খান দাবি করেছেন, তাকে ফাঁসানো হচ্ছে। মুম্বাই পুলিশকে তিনি আগেই জানিয়েছিলেন যে তিনি ১৪ নভেম্বর মুম্বাইয়ে এসে নিজে বয়ান দেবেন। তবে নিরাপত্তা কারণে বয়ান ভার্চুয়ালি নিতে অনুরোধও করেছিলেন।

এখানে উল্লেখযোগ্য যে, ফয়জান খান এর আগে শাহরুখ খানের বিরুদ্ধে মামলা করেছিলেন। তার অভিযোগ ছিল ১৯৯৩ সালের আঞ্জাম সিনেমায় একটি হরিণ হত্যার দৃশ্য দুই ধর্মীয় গোষ্ঠীর মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। এছাড়াও, শাহরুখ খানের জন্মদিনে তার মুঠোফোন চুরি হয়েছে বলে দাবি করেন তিনি।

তবে, মুম্বাই পুলিশ তার বক্তব্যে সন্তুষ্ট না হওয়ায়, তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যায়। এখন তাকে জিজ্ঞাসাবাদ করে হুমকি দেয়ার আসল কারণ এবং উদ্দেশ্য বের করার চেষ্টা চলছে।

জেডএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন শাহরুখ খান