আন্তর্জাতিক

মার্কো রুবিও হতে পারেন যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

নবনির্বাচিতপ্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সিনেটর মার্কো রুবিও ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সিনেটর মার্কো রুবিওকে নিয়োগ দিতে পারেন। মঙ্গলবার (১২ নভেম্বর) এমনটি জানানো হয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সে'র এক প্রতিবেদনে।  

ফ্লোরিডা থেকে নির্বাচিত সিনেটর রুবিও ট্রাম্পের পররাষ্ট্রনীতির কট্টর সমর্থক। চীন, রাশিয়া, ইরান, কিউবার মতো যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর ব্যাপারে ট্রাম্প যে আক্রমণাত্মক পররাষ্ট্রনীতির কথা বলেন, সেই নীতির পক্ষে মার্কো রুবিওকে সব সময় অবস্থান নিতে দেখা গেছে।

এছাড়া অতীতে তাকে চীন, ইরান এবং কিউবাসহ আমেরিকার ভূ-রাজনৈতিক শত্রুদের ক্ষেত্রে পেশীবহুল বৈদেশিক নীতির পক্ষে কথা বলতে দেখা গেছে।

এর আগে, গেলো বৃহস্পতিবার হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে ৬৭ বছর বয়সী সুসি উইলসকে নিয়োগ দেন ট্রাম্প।    

উল্লেখ্য, ৫ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে জয় পান ডোনাল্ড ট্রাম্প।   

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন যুক্তরাষ্ট্র | ডোনাল্ড ট্রাম্প | মার্কো রুবিও