রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ রাখা হয়েছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ২ নম্বর ইউনিট। শীতকালে বিদ্যুতের চাহিদা কম থাকায় মন্ত্রণালয়ের অনুমতি নিয়েই এই সময় বেছে নিয়েছে কর্তৃপক্ষ। এতে দেশে বিদ্যুতের ঘাটতি হবে না বলে জানান সংশ্লিষ্টরা।
রোববার (১০ নভেম্বর ) ১৩২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রেটির একটি ইউনিট বন্ধ হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জোবায়ের আহমেদ।
তিনি বলেন, পায়রা বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ হলেও বাংলাদেশে আরও পাঁচটি কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র এবং গ্যাস ও অন্যান্য বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চাহিদাগুলো মেটানো সম্ভব হবে।
দক্ষিণাঞ্চলের প্রথম কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র পায়রা, বাণিজ্যিকভাবে পুরোদমে উৎপাদনে আসে ২০২০ সালে। বিদ্যুৎখাতে নানা টানাপোড়েন ও দেশে বিদ্যুতের ঘাটতি মেটাতে এই বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিটই বিরতিহীনভাবে বিদ্যুৎ উৎপাদন করে আসছিলো।
আই/এ