কেরানীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কাজটি সেনাবাহিনীকে দিয়ে করাতে সরকারের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে তিনি এ কথা জানান।
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, শিক্ষার্থীরা চাচ্ছে সেনাবাহিনীকে দিয়ে ক্যাম্পাসের কাজ বাস্তবায়ন করানো হোক। এতে কোনো সমস্যা নেই। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি চায়, এক্ষেত্রে ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দিয়ে করাতে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো আপত্তি নেই। বরং মন্ত্রণালয় সহযোগিতা করবে কীভাবে সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়া যায়।
ড. ওয়াহিদউদ্দিন বলেন , শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে প্রজেক্ট ডিরেক্টরের দায়িত্বে পরিবর্তন আনার কথাও বিবেচনা করা হচ্ছে। প্রজেক্ট ডিরেক্টরের ওপর দুর্নীতির অভিযোগ রয়েছে, যা তদন্ত সাপেক্ষে প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
উল্লেখ্য, সোমবার আন্দোলনরত শিক্ষার্থীরা সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করে। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে ছিল প্রজেক্ট ডিরেক্টরকে অপসারণ, সেনাবাহিনীর দক্ষ অফিসারদের দায়িত্ব দেয়া, অবিলম্বে বাকি জমি অধিগ্রহণ, পুরাতন ক্যাম্পাসের চুক্তি বাতিল এবং জবির জন্য বাৎসরিক বাজেট বৃদ্ধি। আলোচনা শেষে শিক্ষার্থীরা জানান, দাবি পূরণের প্রতিশ্রুতি পাওয়ায় তারা আপাতত আন্দোলন থেকে সরে আসছেন।
জেডএস/