বিনোদন

মার্কিনি অভিনেত্রীর রহস্যময় নিখোঁজ ও ফিরে আসা নিয়ে নতুন মোড়

বিনোদন ডেস্ক

জনপ্রিয় অভিনেত্রী চ্যানেল ব্যাঙ্কস ছবি: নিউ ইয়র্ক পোস্ট

লস অ্যাঞ্জেলেসে ‘গসিপ গার্ল’ খ্যত টিভি সিরিজের অভিনেত্রী চ্যানেল ব্যাঙ্কসকে ঘিরে চলমান নিখোঁজ বিতর্ক আরও জটিল হয়ে উঠেছে। দুই সপ্তাহ ধরে পরিবারের খোঁজাখুঁজি, পুলিশের অনুসন্ধান এবং সামাজিক মাধ্যমে তোলপাড়ের পর, বুধবার রাতে চ্যানেলের নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দাবি পোস্ট করে জানান , 'নিখোঁজ নন' এবং অবশেষে 'পরিবারের নির্যাতন থেকে মুক্তি' পেয়েছেন।

চ্যানেলের পরিবার বলছে, গেলো ৩০ অক্টোবর তারা তার কাছ থেকে শেষবার একটি টেক্সট পান, তারপর থেকে তার ফোন বন্ধ। চ্যানেলের কাজিন ড্যানিয়েল সিং লস অ্যাঞ্জেলেসে এসে পুলিশকে জানান যে চ্যানেলের কুকুর ও গাড়ি তাঁর অ্যাপার্টমেন্টে থাকলেও ফোন এবং ল্যাপটপের কোনো খোঁজ নেই। চ্যানেলকে দ্রুত খুঁজে পেতে ড্যানিয়েল একটি 'গো ফাউন্ড মি'  ক্যাম্পেইনও চালু করেন।

বুধবার রাতে চ্যানেলের ইনস্টাগ্রামে একাধিক স্টোরি পোস্ট হয়, যেখানে দাবি করা হয় তিনি নিরাপদে আছেন এবং পরিবারকে 'নির্যাতনকারী' উল্লেখ করে সাহায্যের আবেদন প্রত্যাখ্যান করেন। চ্যানেল পরিবারের তহবিলে না দানের অনুরোধ জানিয়ে লেখেন, 'আমি নিখোঁজ নই।'

তার স্বামী কার্লোস হিমেনেজ সাংবাদিকদের বলেন, চ্যানেল তার পরিবার থেকে দূরে থাকতে চেয়েছিলেন অতীতের পারিবারিক দ্বন্দ্বের কারণে। ইনস্টাগ্রাম পোস্টে দাবি করা হয়, পরিবারের পরিকল্পিত কনজারভেটরশিপ এড়াতে চ্যানেল যোগাযোগ বিচ্ছিন্ন করেছেন এবং টেক্সাসে গিয়েছেন। পুলিশের মতে, সোমবার তাঁকে টেক্সাসে পাওয়া যায় এবং তাঁরা এই কেসটি বন্ধ করে দেয়।

যদিও ড্যানিয়েল এই খবর মানতে নারাজ, তিনি বলেন, পুলিশ যে ভিডিও দেখিয়েছে সেটি তার কাজিনের নয় এবং কোনো ভুল তথ্যের ওপর ভিত্তি করে তদন্ত বন্ধ করা হচ্ছে। চ্যানেলের মা জুডি সিংও মেয়ের সন্ধানে নিউ ইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেসে এসেছেন এবং তাঁরা চ্যানেলকে খুঁজে না পাওয়া পর্যন্ত হাল ছাড়বেন না বলে জানান।

 জেডএস/