হলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিশেল ট্রাচটেনবার্গ আর নেই। বুধবার (২৬ ফেব্রুয়ারি) নিজের ফ্লাট থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার করা হয়। ৩৯ বছর বয়সী অভিনেত্রীর মৃত্যুর কারণ স্পষ্টভাবে জানা না গেলেও ধারণা করা হচ্ছে শারীরিক জটিলতায় তার মৃত্যু হয়েছে।
বেশ কিছুদিন আগে লিভার প্রতিস্থাপন করিয়েছিলেন মিশেল। এরপর থেকেই নানা শারীরিক জটিলতায় পড়েন তিনি।
নিউ ইয়র্ক পুলিশ বিভাগ জানায়, বুধবার খবর পেয়ে ম্যানহাটনের একটি অ্যাপার্টমেন্টে যান তারা। সেখান থেকে অচেতন অবস্থায় মিশেলকে উদ্ধার করা হয়। এরপর তাকে মৃত ঘোষণা করা হয়।
জানা যায়, বুধবার সকালে 'ওয়ান কলম্বাস প্লেস' -এর একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে শেষবারের মতো দেখা যায় মিশেলকে।
মাত্র তিন বছর বয়সে ১৯৯৬ সালে 'হ্যারিয়েট দ্য স্পাই' ছবিতে শিশু শিল্পী হিসেবে অভিনয় জগতে পা রাখেন। এরপর অভিনয় করেছে আরও অনেক টেলিভিশন সিরিজ ও চলচ্চিত্রে। তবে তিনি সবচেয়ে বেশি পরিচিত ‘বাফি দ্য ভ্যাম্পায়ার স্লেয়ার’-এ ডন সামারস চরিত্রে এবং ‘গসিপ গার্ল’-এ জর্জিনা স্পার্কস চরিত্রে অভিনয়ের জন্য।
এমএ//