কেন্দ্রীয় সরকারের আকার বিশেষ করে জনবল ও খরচ ব্যাপকভাবে কমিয়ে না আনলে যুক্তরাষ্ট্র দেউলিয়ার পথে হাঁটবে বলে সতর্কবার্তা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ইলন মাস্ক।
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর গেলো বুধবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত প্রথমবারের মতো ট্রাম্পের মন্ত্রিসভার পূর্ণাঙ্গ বৈঠকে ইলন মাস্ক একথা বলেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্যা গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্টের উপেদেষ্টা হিসেবে অংশগ্রহণ করেন ইলন মাস্ক।তিনি বলেন, ব্যয় উল্লেখ করার মতো না কমালে ‘যুক্তরাষ্ট্র দেউলিয়া হয়ে যাবে’। তবে এ বক্তব্যের পক্ষে তিনি কোনো প্রমাণ হাজির করেননি।
বৈঠকটি এমন এক সময় অনুষ্ঠিত হলো, যখন কেন্দ্রীয় সংস্থাগুলোকে মার্চ মাসের মাঝামাঝি সময়ের মধ্যে তাদের পরিকল্পনা দাখিল করতে হবে। এ পরিকল্পনাকে এক সরকারি নথিতে ‘বৃহৎ আকারে জনশক্তি হ্রাস’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।
এমআর//