দেশজুড়ে

ফ্যাসিস্ট সরকারের দোসরদের পিপি নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

পাবনা প্রতিনিধি

পাবনায় পাবলিক প্রসিকিউটর (পিপি) নিয়োগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যের বন্ধু ও অ্যাডভোকেট গোলাম সরোয়ার খান জুয়েলসহ স্বৈরাচারের দোসরদের নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছে জেলা জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের সদ্যরা।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে আইনমন্ত্রনালয় কর্তৃক ত্রুটিপূর্ণ  নিয়োগ বাতিলের দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ মিছিল বের করেন। পরে এক সংবাদ সম্মেলন করেন বিক্ষুব্ধ আইনজীবীরা।

অ্যাডভোকেট মলয় কুমার দাস রায়  বলেন, দীর্ঘ সময় রাজনৈতিক ভাবে নির্যাতনের শিকার হওয়া পাবনা  জাতীয়তাবাদী আইনজীবীদের আজ অবমূল্যায়ন করা হচ্ছে। স্বৈরাচার হাসিনা সরকারের দোসরদের নাম সংযুক্ত করে পাবনা আদালতে (পিপি) নিয়োগ দেয়া হয়েছে। এই নিয়োগ কাজের সহায়ক হিসাবে জেলা বিএনপির সদস্য সচিব জেলা আইনজীবী বার সমিতির সাবেক সাধারণ  সম্পাদকের যোগসাজোস রয়েছে বলেও তিনি দাবি করেনএই নিয়োগে জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর হিসাবে সাবেক সাংসদ ও জুলাই-আগস্ট ছাত্র হত্যা মামলার আসামী গোলাম ফারুক প্রিন্সের বন্ধু ও  ঠিকাদার অ্যাডভোকেট গোলাম সরোয়ার খান জুয়েলের নাম দেয়া হয়েছে। তিনি আগে বিএনপির রাজনীতি করলেও। পরে গণ অধিকার পরিষদে যোগ দেন।

শুধু তাই নয় এবারের নিয়োগে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের বিভিন্ন পদে থাকা স্বৈরাচারের দোসর অ্যাডভোকেট সালমা পারভীন রুনা, ফারজানা পারভীন, আলমগীর হোসেন, আমিনুল ইসলাম, মাকসুদুর রহমান ও বোরহান উদ্দিনকে বারের আইন সহায়ক পদে নিয়োগ দেয়া হয়েছে।

এ আইনজীবী দাবি করেন,  নিয়োগে কোন ধরনের অভিজ্ঞতা বা জ্যেষ্ঠতার  বিচার বিশ্লেষণ করা হয়নি। এখানে বৈষম্য ও ষড়যন্ত্র করে সুবিধা নিয়ে ফ্যাসিস সরকারের দোসরদের বাঁচাতে একটি চক্র দলের নির্দেশনা অমান্য করে এই কাজ করছেন। তাই এই ত্রুটিপূর্ণ  নিয়োগ বাতিলসহ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন পাবনা