রাজনীতি

চিফ প্রসিকিউটরের পদত্যাগের দাবিতে সাবেক ভিপি নুরের মিছিল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের পদত্যাগের দাবিতে হাইকোর্ট এলাকায় বিক্ষোভ মিছিল করেছে আইনজীবী অধিকার পরিষদ।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে  এ মিছিল করেন তারা।

বিক্ষোভ মিছিল শেষে আইনজীবী অধিকার পরিষদ নেতারা বলেন, নুরুল হক নুরের নেতৃত্বে গণঅধিকার পরিষদ নামে একটি রাজনৈতিক দল গঠন করা হয়েছিল।  সেখানে নুরুল হক নুর সভাপতি এবং রাশেদ খান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কিন্তু নির্বাচন কমিশনের সব তথ্য পূরণ করার পরও ফ্যাসিস্ট হাসিনা সরকার তাদের নিবন্ধন দেয়নি। তবে ৫ আগস্টের পর নির্বাচন কমিশনে গিয়ে নিবন্ধন পেয়েছেনকিন্তু কতিপয় দলছুট দুষ্কৃতকারী অবৈধভাবে একটা রিট পিটিশন দায়ের করে। আর তাদের পাশে দাঁড়িয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।   

 তারা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম অ্যাটর্নি জেনারেলের সুযোগ-সুবিধা ভোগ করেন। কিন্তু তিনি এই সুযোগ-সুবিধাকে কাজে লাগিয়ে রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য দুষ্কৃতকারীদের রিটে শুনানি করার জন্য দাঁড়িয়েছেন। অথচ যেটা তার করার নিয়ম নেই। তাই তার পদত্যাগ দাবি করছেন তারা।

নুরুল হক নুর  বলেন, ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে যিনি নিয়োগ পেয়েছেন, তিনি একজন বিতর্কিত ব্যক্তি।  তার একটি বিতর্কিত রাজনৈতিক আদর্শ আছে। এরইমধ্যে তিনি আওয়ামী লীগ নেতাদের সঙ্গে, জাতীয় পার্টির নেতাদের সঙ্গে কথা বলেছেন বলেও তারা তথ্য পেয়েছেনযেহেতু তারা সরকারেরই পার্ট, তাই এ বিষয়ে কথা বলতে চাননি। কিন্তু চিফ প্রসিকিউটারের কর্মকাণ্ড তাদের দৃষ্টিগোচর হয়েছে। তাদের কাছে মনে হয়েছে তাজুল ইসলাম  ক্ষমতার অপব্যবহার করে টাকা উপার্জনে ব্যস্ত আছেন।

জানা যায়, কাউন্সিলের মাধ্যমে গণঅধিকার পরিষদে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়া ও ড. রেজা কিবরিয়া দল থেকে অপসৃত হওয়ার কারণে একই নামে নিবন্ধন পাওয়ার জন্য তিনি হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। কিন্তু অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদা সম্পন্ন পদ ও দায়িত্বে থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর তাদের পক্ষ নিয়ে তাদের নিবন্ধন পাইয়ে দিতে আইনজীবী হিসেবে শুনানি করছেন।

এদিকে গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুর এই ভিত্তিহীন, অসত্য বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে চিফ প্রসিকিউটরের কার্যালয়

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন নুরুল হক নুর