বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যুদ্ধ বিধ্বস্ত মিয়ানমারের রাখাইন রাজ্যে বাংলাদেশ থেকে ‘মানবিক করিডর’ দেওয়ার ব্যাপারে সরকারের যে ‘নীতিগত সিদ্ধান্ত’ নিয়েছে তাতে দেশের ‘স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির’ মুখে পড়বে।
সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৬টায় ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের শেখ বাজারে এক গণসংযোগ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, রাখাইনে মানবিক করিডর দেয়ার ক্ষেত্রে সরকার এককভাবে সিদ্ধান্ত নিয়েছে, এটি ঠিক হয়নি। উচিৎ ছিল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া।
তিনি বলেন “আজকে একটা খবর দেখে চিন্তিত হলাম, উপদেষ্টা তৌহিদ সাহেব বলছেন, মিয়ানমারের আরাকানে মানবিক একটা প্যাসেজ দিচ্ছি। অনেক কঠিন কথা, আপনাদের বোঝানো মুশকিল হচ্ছে আমার। অর্থ্যাৎ ওখানে (আরাকানে) যাওয়া যায় না তো, এখন আমাদের বাংলাদেশের চিটাগং দিয়ে যাওয়া যাবে এবং যোগাযোগ করা যাবে। এখন যোগাযোগ করার জন্য ওখানে মানবিক প্যাসেজ দিচ্ছে’’।
তিনি আরও বলেন, “যেমন গাজায় সহায়তা পাঠানোর জন্য বিভিন্ন দেশ থেকে মানবিক প্যাসেজ তৈরি করা হয়েছে। মানবিকতা থাকার দরকার, ভালো কথা। কিন্তু আজকে বাংলাদেশকে ওই জায়গায় পৌঁছাতে হল যে, একটা মানবিক প্যাসেজ দিতে হচ্ছে। এটা অনেক বড় সিদ্ধান্ত, এ সিদ্ধান্তের সঙ্গে আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং ভবিষ্যতে এ অঞ্চলের শান্তি-শৃঙ্খলা স্থিতিশীলতা জড়িত আছে।”
বিএনপি নেতা বলেন, “সরকারের উচিৎ ছিল, দায়িত্ব ছিল সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলা। এটা কথা না বলে তারা (সরকার) এককভাবে সিদ্ধান্ত নিয়ে মানবিক প্যাসেজ দেওয়ার জায়গা দিচ্ছে। আমাদের মানুষকে সাহায্য করার ব্যাপারে কোনো আপত্তি নাই। জাতিসংঘ উদ্যোগ নিয়েছে সাহায্য করতে আমাদের আপত্তি নাই। তবে এটা হতে হবে সব মানুষের সমর্থনে।”
মির্জা ফখরুল বলেন, মিথ্যা মামলায় কারাগারে রাখার নামে আলাদা একটি কক্ষে নিয়ে নির্যাতন করে ম্যাডাম খালেদা জিয়াকে অসুস্থ রোগী বানিয়েছিল আওয়ামী লীগ সরকার। আর এসব কিছু করছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে। ইঁদুর দৌড়াদৌড়ি করে এমন ঘরে রেখে নির্যাতন করা হয়েছে বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে।
তিনি আরও বলেন, ‘আমরা সংস্কার চাই তবে তার সাথে নির্বাচনের ব্যবস্থা করা। প্রতিনিধি নির্বাচন করা দরকার দেশের স্বার্থে, মানুষের নিরাপত্তার স্বার্থে। আমরা মনে করি সরকারের শুভবুদ্ধির উদয় হবে’।
নির্বাচনী গণসংযোগে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ প্রমুখ।
আই/এ