আন্তর্জাতিক

ট্রাম্পের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে কেনেডি জুনিয়রের নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রণালয়ের দায়িত্বে রবার্ট এফ. কেনেডি জুনিয়রকে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এই ঘোষণা দেন ট্রাম্প।

শুক্রবার (১৫ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।  

প্রতিবেদনে জানা যায়, ট্রাম্প মনে করেন, কেনেডি 'চিকিৎসা সংক্রান্ত দীর্ঘস্থায়ী রোগ' দূর করতে, দুর্নীতি দূর করতে এবং আমেরিকানদের স্বাস্থ্য সম্পর্কে সঠিক তথ্য দেয়ার জন্য কাজ করবেন। কেনেডি নিজেও প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি ট্রাম্পের সঙ্গে মেক আমেরিকা হেলদি আগেইনলক্ষ্যে কাজ করবেন।

ট্রাম্পের মতে, 'স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা যে কোনো প্রশাসনের প্রধান দায়িত্ব। এই বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।'

কেনেডি, ২০২৪ সালের নির্বাচনে স্বাধীন প্রার্থী হিসেবে প্রার্থী ছিলেন। পরে ট্রাম্পেকে সমর্থন জানিয়ে এই পদে যোগ দেয়ার জন্য সম্মত হয়েছেন। তিনি আগেও খাদ্য, ডায়াবেটিস, অটোইমিউন ডিজিজসহ দীর্ঘস্থায়ী রোগগুলির বিরুদ্ধে তার আন্দোলন প্রকাশ করেছিলেন। তিনি খাদ্যে রাসায়নিকের মাত্রা কমানোর ওপরও জোর দিয়েছেন।

ভ্যাকসিন সম্পর্কিত তার বিতর্কিত মতামতও রয়েছে। অনেকেই তাকে 'অ্যান্টি-ভ্যাক্স' হিসেবে চিহ্নিত করেছেন, তবে তিনি নিজেকে এমন দাবি অস্বীকার করেছেন।

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন ডোনাল্ড ট্রাম্প | রবার্ট এফ. কেনেডি জুনিয়র | স্বাস্থ্য ও মানবসেবা