অর্থনীতি

বিগত সরকারের ভুল পলিসি সংস্কার করতে সময় লাগবে : অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বিগত সরকারের অনেক ভুল পলিসি উত্তরাধিকার সূত্রে অন্তর্বর্তী সরকারকে টানতে হচ্ছে। সেগুলি সংস্কার করতে সময় লাগবে। সব সংস্কার আমরা করে যেতে পারব না। আমরা হয়ত জরুরি কিছু প্রাথমিক সংস্কার করব। বাকি সংস্কার রাজনৈতিক সরকার করবে। বাংলাদেশের মানুষের যে দক্ষতা তা দিয়ে সংস্কার সম্ভব

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে ঢাকায় পলিসি ডায়ালগ অন ফিন্যানসিয়াল অ্যান্ড ইকোনমিক রিফর্মস ইন বাংলাদেশ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, অর্থনৈতিক খাতে যেভাবে লুটপাট হয়েছে, তা থেকে বেরিয়ে আসতে কাজ হচ্ছে। অর্থনীতিতে শুধু উন্নয়ন দেখানোর যে প্রবণতা, সেই উন্নয়ন কৌশল পরিবর্তন করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার চড়া সুদে বিদেশ থেকে কোনো ঋণ নিচ্ছে না

তিনি বলেন, পৃথিবীর আর কোনো দেশের অর্থনৈতিক খাতে এত বিশৃঙ্খলা নেই। তারপরও দেশের যেটুকু উন্নয়ন হয়েছে তাতে কৃষকদের বড় ভূমিকা আছে। এগ্রিকালচার সায়েন্টিস্টদেরও অবদান অনেক।

মধ্যস্বত্বভোগীদের জন্য দাম বাড়া প্রসঙ্গে তিনি আরও বলেন, মধ্যস্বত্বভোগীদের কারণে হাত ঘুরে পণ্যের দাম বাড়ে। তাদের দরকার আছে। তবে হাত কমানোর চেষ্টা করা হচ্ছে।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, দেশ থেকে পাচার করা অর্থ ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে ভবিষ্যতে কেউ টাকা পাচার করলে ধরা পড়বে। প্রাইভেট কিংবা পাবলিক সেক্টর যেই হোক ধরা পড়বে। কেউ লুটপাট করলে শাস্তি পেতেই হবে

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন অর্থ উপদেষ্টা