বিনোদন

কিংবদন্তি রুনা লায়লা: জীবনের ৭২ তম অধ্যায়

বায়ান্ন প্রতিবেদন

দেশের সংগীতাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র রুনা লায়লা। গায়িকা হিসেবে তিনি যেমন কিংবদন্তি, তেমনি সুরকার হিসেবেও তার অবদান অনন্য। জীবনের ৭১ বছর পেরিয়ে আজ ৭২-এ পা দিয়েছেন এই প্রখ্যাত শিল্পী।

কণ্ঠশিল্পী হিসেবে রুনা লায়লার ক্যারিয়ার শুরু, তবে সুরকার হিসেবেও পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তার সুর করা গানে কণ্ঠ দিয়েছেন আশা ভোঁসলে, হরিহরণ, রাহাত ফতেহ আলী খান, আদনান সামি, আঁখি আলমগীরসহ আরও অনেক শিল্পী। তার ঝুলিতে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, যা গাওয়া হয়েছে বিভিন্ন ভাষায়।

স্টেজ শোয়ের প্রস্তাবে এখনও তিনি আনন্দ পান। তবে সম্প্রতি গান গাওয়ার চেয়ে সুর করতেই বেশি ভালোবাসেন।

জন্মদিন নিয়ে রুনা লায়লা বলেন, "সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ, আমাকে সুস্থ রেখেছেন। সবার দোয়া চাই, যেন আরও সুন্দর গান উপহার দিতে পারি। সংগীত জীবনের ৬০ বছরের যাত্রায় মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা আমার চলার পথের সবচেয়ে বড় প্রেরণা।"

নতুন গানের পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে তিনি জানান, কয়েকজন শিল্পীকে নিয়ে তাঁর সুরে গান করার পাশাপাশি অন্যের সুরেও গাইবেন। সম্প্রতি সাদেক আলীর সুরে বেতারের জন্য দুটি গান করেছেন। সামনে আরও কিছু গান আসছে।

এত কিছুর মধ্যেও তার ক্যারিয়ারে বিশেষ একটি দিক হলো অভিনয়। চাষী নজরুল ইসলামের পরিচালনায় 'শিল্পী' সিনেমায় অভিনয় করেছিলেন তিনি।

 

এসবি//

এ সম্পর্কিত আরও পড়ুন রুনা লায়লা