ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ বোর্ডার-গাভাস্কার ট্রফি শুরু হতে যাচ্ছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থে উদ্বোধনী ম্যাচ মিস করতে যাচ্ছেন রোহিত শর্মা। সিরিজের প্রথম ম্যাচটি আগামী ২২ নভেম্বর অপটাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
রোহিত সম্প্রতি পুত্র সন্তানের বাবা হয়েছেন। বর্তমানে তিনি পিতৃত্বকালীন ছুটিতে আছেন। যার ফলে দলের সঙ্গে প্রথম ম্যাচে থাকতে পারবেন না।
রোহিত কখন দলের সঙ্গে যোগ দেবেন, তা সম্পর্কে এখনো নিশ্চিত জানা যায়নি। খুব সম্ভবত পার্থে চলা প্রথম টেস্টের মাঝপথে দলের সঙ্গে যুক্ত হবেন তিনি। যদি তিনি পার্থ টেস্টে যুক্ত না হতে পারেন, সেক্ষেত্রে সরাসরি অ্যাডিলেইডে দ্বিতীয় টেস্টে দলে ফিরবেন। অ্যাডিলেইডের সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে দিবা-রাত্রির টেস্ট।
রোহিতের অবর্তমানে জাসপ্রীত বুমরাহ টেস্ট দলকে নেতৃত্ব দেবেন। দলীয় কোচ গৌতম গম্ভীর এই বিষয়টি নিশ্চিত করেছেন। মুম্বাইয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বুমরাহ সহ-অধিনায়ক, যদি রোহিত না থাকতে পারে- তবে সে (বুমরাহ) পার্থে নেতৃত্ব দিবে।‘
রোহিত ছাড়াও শুবমান গিলকে পার্থ টেস্টে পাচ্ছে না ভারত। গিলের আঙ্গুলে ফ্র্যাকচার ধরা পড়ার কারণে তিনি প্রথম ম্যাচটি খেলতে পারবেন না।
এম এইচ//