তথ্য-প্রযুক্তি

৩ দেশের উইকিমিডিয়ানদের নিয়ে ‘বাংলা উইকিসম্মেলন’

বায়ান্ন প্রতিবেদন

উইকিমিডিয়ানদের নিয়ে দেশে আয়োজিত বাংলা উইকিসম্মেলন ছবি: বায়ান্ন টিভি

ঢাকার অদূরে গাজীপুরের একটি রিসোর্টে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বাংলা উইকিসম্মেলন। ১৫ এবং ১৬ নভেম্বর উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত এ সম্মেলনে অংশ নে বাংলাদেশ, ভারত নেপালের বাংলা ভাষাভাষী উইকিমিডিয়ানরা।  

উদ্বোধনী অধিবেশনে উইকিমিডিয়া বাংলাদেশের সভাপতি শাবাব মুস্তাফার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে  বাংলা উইকিপিডিয়ার ভূমিকা তুলে ধরেন গবেষক ও লেখক ফয়জুল লতিফ চৌধুরী। বাংলা ভাষার সম্প্রসারণে উইকি সম্পাদকদের আরও সক্রিয় ভূমিকা নেয়ার আহ্বান জানান তিনি

সম্মেলনের দ্বিতীয় দিনে বিশেষ অতিথি হিসেবে প্রযুক্তি বিশেষজ্ঞ মামুন রশিদ বাংলা ভাষা প্রযুক্তির বর্তমান অবস্থা ভবিষ্যৎ সম্ভাবনার ওপর প্রবন্ধ উপস্থাপন করেন।

বাংলা উইকিপিডিয়ার এডমিনরা এডমিনশিপ জেনারেটিভ এআই সংক্রান্ত চ্যালেঞ্জ নিয়ে একটি আলোচনায় অংশ নেন

পশ্চিমবঙ্গ থেকে অনন্যা মণ্ডল তার "উইকি লাভস বাটারফ্লাই" প্রকল্পের অভিজ্ঞতা তুলে ধরেন। একইসঙ্গে, বাংলা উইকির "ভালো নিবন্ধ পর্যালোচনা অভিযান" নিয়ে আলোচনা করেন এডমিন ইয়াহিয়া

এছাড়া, সম্মেলনে নারীদের ভূমিকা জেন্ডার গ্যাপ কমানোর উপায় নিয়ে বক্তব্য দেন দোলন প্রভা ও তার দল। এতে উঠে আসে কীভাবে আরও নারীদের এই প্ল্যাটফর্মে সম্পৃক্ত করা যায়

দিনব্যাপী হ্যাকাথন, নতুন সম্পাদকদের প্রশিক্ষণ এবং নান্দনিকভাবে উৎকৃষ্ট ছবি তোলা নিয়ে কর্মশালা ছিল এই আয়োজনের অন্যতম আকর্ষণ। অংশগ্রহণকারীরা বাংলা উইকিপিডিয়ার বর্তমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। 

সম্মেলনের শেষে ফটো সেশনের মাধ্যমে সমাপ্তি হয় দুই দিনের এই আয়োজন ।

সংশ্লিষ্টদের প্রত্যাশা এই ধরনের আয়োজন বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়কে আরও শক্তিশালী করার পাশাপাশি জ্ঞানের প্রসারে উন্মোচন করবে এক নতুন দিগন্ত।