যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড মনোনীত অ্যাটর্নি জেনারেল ম্যাট গেটজের বিরুদ্ধে উঠা যৌন কেলেঙ্কারির ঘটনায় সাক্ষ্য দিয়েছেন ভুক্তভোগী দুই নারী।
প্রতিনিধি পরিষদের নৈতিকতাবিষয়ক কমিটিতে (এথিকস কমিটি) সাক্ষ্য দিয়েছেন তারা। সাক্ষ্যে ওই দুই নারী যৌন সুবিধা দেয়ার বিনিময়ে ম্যাট গেটজ তাদের অর্থ পরিশোধ করেছেন বলে জানিয়েছেন।
সোমবার (১৮ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে ওই দুই নারীর আইনজীবী জোয়েল লেপার্ড এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, অপ্রাপ্ত বয়স্ক ওই নারীদের গেটজ অর্থ পরিশোধ করেছেন। আর ঘটনার সময় তাদের একজন যে অপ্রাপ্ত বয়স্ক ছিলো তা জানতেন না গেটজ।
এদিকে বারবারই যৌন কেলেঙ্কারির অভিযোগ অস্বীকার করে আসছেন ট্রাম্প মনোনীত অ্যাটর্নি জেনারেল ম্যাট।
আর যৌন কেলেঙ্কারির তদন্ত প্রতিবেদনটি সবার জন্য উন্মুক্ত করা হবে কি না, তা নিয়ে চিন্তাভাবনা করছে নৈতিকতাবিষয়ক কমিটি। আগামীকাল বুধবার বৈঠকে বসার কথা রয়েছে।
জেডএস/