নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়ে ভারতকে নিয়ে কিছুটা কাটাছেঁড়া চলছে। এমন পরাজয়ের স্মৃতি মাথায় নিয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে নামবে ভারত। বোর্ডার-গাভাস্কার সিরিজের পাঁচ ম্যাচের ৪ টি’তে অন্তত জয় পাওয়ার চেষ্টাও থাকবে রোহিত শর্মাদের। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হলে সেই চার জয়ের গুরুত্ব রয়েছে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলার আগে ভারতের জন্য পরামর্শ দিয়েছেন রবি শাস্ত্রী। রবি ভারতের সাবেক কোচ ও খেলোয়াড়। ‘আইসিসি রিভিউ’ এর সাম্প্রতিক আয়োজনে তিনি বলেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে অসচেতন পরাজয়ের পর ভারত আরও ‘স্মার্ট’ হয়ে উঠবে।‘
‘তারা কিছুটা আত্মতুষ্টিতে ভুগেছিল, যার জন্য তাদের মূল্য দিতে হয়েছে। তবে বলতে হবে, এই দলটা গর্বিত করার মতো, এই ভারতীয় দলটা।‘
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন রবি। এখন ভারত যে অবস্থায় আছে, এখান থেকে ফিরে আসার উপায় হচ্ছে আরেকটি সিরিজ ভালোভাবে শুরু করা।
কোচ বা কোচিং ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়েও কথা বলেছেন এই সাবেক কোচ। তিনি বলেন, ‘আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, তারা যাতে ভালোভাবে শুরু করতে পারে- তা নিশ্চিত করা। তারা (ম্যানেজমেন্ট) যাতে খেলোয়াড়দের মনমানসিকতা ভালো রাখতে পারে। এটাই একজন কোচের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।‘
আগামী ২২ নভেম্বর থেকে পার্থে শুরু হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া সিরিজ।
এম এইচ//