৭ কর্মদিবসের জন্য আন্দোলন স্থগিত ঘোষণা করেছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সচিবালয়ে বৈঠক শেষে এ ঘোষণা দেন তারা।
বৈঠক শেষে শিক্ষার্থীদের প্রতিনিধিদলের সদস্য মতিউর রহমান জানান, আলোচনায় সরকারের পক্ষ থেকে আগামী সাত কর্ম দিবসের মধ্যে একটি কমিটি গঠন এবং শিক্ষার্থীদের দাবি পর্যালোচনার আশ্বাস দেওয়া হয়েছে। কমিটি অনুসন্ধান করে একটি প্রতিবেদন জমা দেবে।
তারা প্রস্তাবটি গ্রহণ করেছেন এবং ৭ কর্ম দিবসের জন্য আন্দোলন প্রত্যাহার করছেন।
এর আগে বিকেলে, বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের দাবিতে সচিবালয়ে যান আন্দোলনরত শিক্ষার্থীদের ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল। গতকাল বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা। পরে রাতে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাসের শিক্ষা কার্যক্রম স্থগিত ঘোষণা করেন তারা।
আই/এ