আন্তর্জাতিক মাস্টার টাইটেলের অনুমোদন পেলেন দাবাড়ু মনন রেজা নীড়। গত ৪ অক্টোবর হাঙ্গেরির বুদাপেস্টে গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্টে নিশ্চিত হয়েছিল নীড়ের আন্তর্জাতিক মাস্টার টাইটেল।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলের দিকে বাংলাদেশ দাবা ফেডারেশনের কাছে নীড়ের স্বীকৃতি ও সনদ হস্তান্তর করা হয়।
বাংলাদেশের দাবার ইতিহাসে সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়। বাংলাদেশের দাবার ইতিহাসে অন্যতম নিয়াজ মোর্শেদ ১৯৮১ সালে ১৫ বছর ৫ মাস বয়সে এই টাইটেল অর্জন করেছিলেন। অন্যদিকে নীড় যখন আন্তর্জাতিক মাস্টার হয়েছেন, তখন তার বয়স ১৪ বছর ৪ মাস।
বাংলাদেশে গ্র্যান্ডমাস্টার হওয়ার আগে আন্তর্জাতিক মাস্টার হতে হয়। দাবার সর্বোচ্চ টাইটেল পেতে ২৫০০ রেটিং ও ৩ টি জিএম নর্ম প্রয়োজন হয়। নীড় যেভাবে এগিয়ে যাচ্ছেন, তাতে গ্র্যান্ডমাস্টারের খেতাব অর্জন করতেও বেশি সময় নেবেন না হয়তো।
এম এইচ//