আন্তর্জাতিক

লেবাননে দুই মাসে নিহত ২ শতাধিক শিশু: ইউনিসেফ

আন্তর্জাতিক ডেস্ক

লেবাননে ধ্বংসস্তুপের মধ্য দিয়ে এক বাবা তার স্কুলপড়ুয়া সন্তানকে নিয়ে যাচ্ছেন/ ১৮ নভেম্বর, ২০২৪ ছবি: আদনান আবিদি/রয়টার্স

লেবাননে ইসরাইলি বর্বরতা শুরুর পর থেকে গত দুই মাসে ২ শতাধিক শিশু নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছে আরও ১ হাজার ১০০ জন শিশু।

জাতিসংঘের শিশু নিরাপত্তা ও অধিকার বিষয়ক সংস্থার (ইউনিসেফ) মুখপাত্র জেমস এল্ডার এসব তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে ইউনিসেফ মুখপাত্র জেমস বলেন, ‘দুই মাসে দুইশো’র অধিক শিশু নিহত হওয়া এবং আরও ১ হাজার ১০০ জনের আহত হওয়া অবশ্যই উদ্বেগজনক, কিন্তু তারচেয়েও উদ্বেগ ও বিরক্তির ব্যাপার হলো- যারা এ সংঘাত বন্ধ করতে পারে, তাদের মধ্যে এক ধরনের জড়তাবোধ দেখতে পাচ্ছি। শিগগিরই লেবাননে সংঘাত বন্ধ হবে— এমন কোনো ইঙ্গিত বা আভাস আমরা এখনও পাই নি।‘

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি দেয়া হয়। যেখানে জানানো হয়, এখন পর্যন্ত ইসরাইলি বাহিনীর অভিযানে লেবাননে প্রায় ৩ হাজার মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ১৩ হাজার মানুষ। প্রায় ১২ লাখের মতো মানুষ এখনো বাস্তুচ্যুত আছেন।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গত ২০ সেপ্টেম্বর থেকে লেবাননে হামলা শুরু করেছে। এর আগে গত বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় ক্রমাগত হামলা চালিয়ে আসছে তারা।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন লেবানন | ইসরাইল | শিশু | ইউনিসেফ