সেন্টমার্টিন দ্বীপে পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিভিন্ন বিধি-নিষেধ প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ ও মানবন্ধন করেছে দ্বীপের বাসিন্দারা। এ সময় কাফনের কাপড় জড়িয়ে তাদের মাটিতে শুয়ে পড়ে প্রতিবাদ করতে দেখা যায়।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা ১১টা থেকে কক্সবাজার শহরের ডলফিন মোড়ে সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দাদের উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়।
এ কর্মসূচিতে দ্বীপবাসীর পাশাপাশি হোটেল-মোটেল, রেঁস্তোরা ও ট্যুর অপারেটর এসোসিয়েশনসহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের সহস্রাধিক কর্মকর্তা-কর্মচারী ও কর্মীরা অংশগ্রহণ করেন।
আজ দুপুর ১২টার দিকে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার জন্য ঘটনাস্থলে আসেন কক্সবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী ও কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তারা।
আলোচনা শেষে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে ৫ ঘণ্টা পর বিকেল ৪ টার দিকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন আন্দোলনকারীরা।
এম এইচ//