ফুটবল

মার্তিনেজের গোলে শীর্ষে থেকে বছর শেষ করলো আর্জেন্টিনা

বাইরে থেকে বল নিয়ে ঘোরাফেরা করতে করতে বক্সে ঢুকে পরেন লিওনেল মেসি।  তাকে আটকাতে আশপাশ থেকে ছুটে আসা পেরুর ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে বা পায়ে চিপ করলেন।

বল উড়ে আসলো লাউতারো মার্তিনেজের কাছে।  শূন্যে লাফিয়ে ভাসতে থাকা বলে বাঁ পায়ের শট নেন ইন্টার মিলান স্ট্রাইকার। 

মার্তিনেজের শটটি বাইসাইকেল তো নয়ই।  সিজার কিকও বলা যায় না। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’ জানিয়েছে এই শটটির নাম ‘পিরোয়েত’।  সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, মার্তিনেজের গোলটি আর্জেন্টিনা জাতীয় দলের ইতিহাসে ১ হাজার ৯৯৯তম গোল।

বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে পেরুর বিপক্ষে দ্বিতীয়ার্ধে মার্তিনেজের করা এই একমাত্র গোলটিতেই জয় পেয়েছে আর্জেন্টিনা। 

এই জয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকান অঞ্চল থেকে শীর্ষস্থানে থেকে বছর শেষ করল বর্তমান চ্যাম্পিয়নরা। ১২ ম্যাচে ২৫ পয়েন্ট লিওনেল স্কালোনির দলের। অন্যদিকে উরুগুয়ের বিপক্ষে ড্র করে তালিকার পাঁচে নেমে গেছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। 

 

এ সম্পর্কিত আরও পড়ুন বিশ্বকাপ | চ্যাম্পিয়নরা