জাতীয়

ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধিদল

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

মার্কিন সরকারের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল আগামী ২২ থেকে ২৫ নভেম্বর বাংলাদেশ সফরে আসছেন। দেশটির আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি এম ফে রদ্রিগেজ এবং শ্রম বিভাগের ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া লির নেতৃত্বে প্রতিনিধি দলটি বাংলাদেশ সফর করবে ।

ওয়াশিংটন স্থানীয় সময় বুধবার (২০ নভেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিস্থাপকতা, স্থিতিশীলতা, প্রবৃদ্ধি, সেইসাথে অর্থপূর্ণ এবং মানসম্পন্ন চাকরির সহায়তা প্রদান বিষয়ে তারা এই সফর করেবন।

সফরকারী প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের কর্মকর্তা, বেসরকারী খাতের গার্মেন্টস উৎপাদক এবং শ্রমিক ইউনিয়ন স্টেকহোল্ডারদের সাথে দেখা করবেন। পাশাপাশি তৈরি পোশাক খাতে বিনিয়োগ করা আমেরিকান কোম্পানির প্রতিনিধি এবং বৈশ্বিক শ্রম বিশেষজ্ঞদের সাথে বাংলাদেশের অর্থনীতি, গণতন্ত্র এবং শ্রমিকদের সহায়তার বিষয়ে আলোচনা হবে।

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধিদল