প্রধানমন্ত্রীর কৃপায় একজন দণ্ডপ্রাপ্ত আসামি হয়েও কারাগারের বাহিরে থাকার সুযোগ পাচ্ছেন খালেদা জিয়া। কিন্তু আমানুল্লাহ আমান যেভাবে উল্টাপাল্টা স্বপ্ন দেখছেন তাতে সরকারকেও ভাবতে হবে দণ্ডপ্রাপ্ত আসামি হয়েও খালেদা জিয়া আর কতদিন বাহিরে থাকতে পারবেন। বললেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সোমবার (১০ অক্টোবর) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি নেতা আমানুল্লাহ আমান বলেছেন আগামী ১০ ডিসেম্বরের পর দেশ চলবে খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে। তিনি স্বপ্ন দেখেছেন। তার স্বপ্ন শুধু স্বপ্নই হয়ে থাকবে।
তিনি আরও বলেন, বিএনপি নেতা ফখরুল ইসলাম বিভিন্ন সময় গণতন্ত্রের কথা বলে আসছেন। আসলে তাদের মুখে যখন গণতন্ত্রের কথা আসে তখন মানুষ হাসে।
হাছান মাহমুদ বলেন, যারা অগণতান্ত্রিক পদ্ধতিতে ১৫ ফেব্রুয়ারির মতো একটি ভোটের মাধ্যমে ক্ষমতায় আসে। যারা ক্ষমতায় এসে দুর্নীতিবাজদের দুর্নীতি করার সুযোগ সৃষ্টি করে দেন। যাদের শাসনামলে দুর্নীতির কোনো বিচার হয় না। তাদের মুখে গণতন্ত্র ও দুর্নীতির কথা শোভা পায় না।
উম্মে রুম্মান