১৪ থেকে ২০ নভেম্বর অভিযান চালিয়ে ১৯ হাজার ৬শ’৯৬ জন প্রবাসীকে আটক করেছে সৌদি আরবের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাসস্থান, শ্রম, এবং সীমান্ত নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
এরমধ্যে বাসস্থান আইন লঙ্ঘনের দায়ে ১১ হাজার তিনশ’৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে। আর সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৫ হাজার একশ’৭৬ জনকে । এছাড়া শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তিন হাজার একশ’৮৪ জন প্রবাসীকে।
শনিবার (২৩ নভেম্বর) সৌদি প্রেস এজেন্সি এসব তথ্য জানায়।
সৌদি আরবে বিভিন্ন অভিযোগে বর্তমানে ২২ হাজার ছয়শ’৫৮ জন অভিবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। তাদের মধ্যে ১৯ হাজার ছয়শ’৫১ জন পুরুষ। আর তিন হাজার সাতজন নারী।
উল্লেখিতদের মধ্যে ১৫ হাজার একশ’৩৪ জনকে নিজ দেশের দূতাবাসে যোগাযোগ করে ভ্রমণ নথি সংগ্রহের নির্দেশ দেয়া হয়েছে। ২৬শ’৫৬ জনকে দেশে ফেরার জন্য টিকিটের ব্যবস্থা করতে নির্দেশ দেয়া হয়েছে। আর ১০ হাজার ছয়শ’৬৬ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যারা অবৈধ অভিবাসীদের প্রবেশে সহায়তা, পরিবহণ বা আশ্রয় দেয় তাদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা এবং সম্পত্তি জব্দের শাস্তি হতে পারে। এ ধরনের অপরাধকে দেশটিতে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করা হয়।
জেডএস/