নতুন নির্বাচন কমিশনকে স্বাগত জানায় বিএনপি। জনগণের প্রত্যাশ পূরণে এই কমিশন কাজ করবে। একটা সুষ্ঠু নির্বাচনের দিকে কমিশন যত দ্রুত সম্ভব এগিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (২৪ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের সঙ্গে বৈঠকে শেষে তিনি এ কথা বলেন।
এ বিএনপি নেতা বলেন, সবাই জানতে চাইছে নির্বাচনের রোডম্যাপ কী, কবে নির্বাচন হবে। দেশি-বিদেশি অংশীজনরা জানতে অপেক্ষা করছেন। আজ নতুন ইসির শপথ নেওয়ার পরিপ্রেক্ষিতে এ নিয়ে একটি ভালো বার্তা যাবে।
তিনি বলেন, বৈঠকে রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক ভাবে সবাই মিলে কাজ করারা বিষয়ে আলোচনা হয়েছে। তুরস্ক বাংলাদেশে একটি কালচারাল সেন্টারে করতে চায়, একই সময়ে দুই দেশের ব্যবসায়ীক সম্পর্ক বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে স্বৈরাচার সরকারের পতনের পর বাংলাদেশের সঙ্গে তুরস্ক তাদের সম্পর্ককে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার কথা হয়েছে। এছাড়া রোহিঙ্গা সমস্যা সমাধানে আগামীতে তুরস্ক ও বাংলাদেশের একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
আই/এ