দেশজুড়ে

ন্যাশনাল মেডিকেল কলেজে ব্যাপক ভাংচুর

ভুল চিকিৎসায়  এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগের ঘটনার বিচার চেয়ে পুরান ঢাকার ঢাকা ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউট হাসপাতালের সামনে বিক্ষোভ করেছেন ডা.মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা। এসময়ে ভাঙচুর করা হয়েছে কলেজের একটি অ্যাম্বুলেন্সও।

রোববার (২৪ নভেম্বর) দুপুরে মাহবুবুর রহমান মোল্লা কলেজ, দনিয়া কলেজসহ আশপাশের কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হাসপাতালের সামনে জড়ো হয়। স্লোগান দিয়ে হাসপাতালে ভাঙচুর করে।

হাসপাতালটির এক কর্মচারীরা জানান, বেলা ২টার পর একদল শিক্ষার্থী কলেজের ভেতর ঢুকে ভাঙচুর চালিয়েছেন। এসময় ভাঙচুর করা হয়েছে কলেজের একটি অ্যাম্বুলেন্স ও ভাস্কর্য

পরম মমতায় একজন রোগীকে কোলে নিয়েছেন চিকিৎসক। এমনি একটি ভাস্কর্য ছিল পুরান ঢাকার ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের গেটের সামনে। সেই ভাস্কর্যটি ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। ভাঙচুরের ভাস্কর্যের মাথা হাতে নিয়ে তাদের উল্লাস করতেও দেখা গেছে।

ভাস্কর্যের মাথা হাতে নিয়ে ছবি তোলা নারায়নগঞ্জের তোলারাম কলেজের এক শিক্ষার্থী বলেন, ভাস্কর্যের মাথা হাতে নিয়ে ছবি তুলবো। স্টুডেন্টদের মারছে। এটার প্রতিশোধ নিয়েছি

কবির হোসেন নামে এক সিকিউরিটি ইনচার্জ জানান,তিনি ১৬ বছর ধরে চাকরি করেনএমন ঘটনা আগে দেখেননিভাস্কর্যটাও ভেঙে ফেলেছে। কী তাণ্ডবটাই না চালিয়েছে। হাসপাতাল ও কলেজের ভেতরে ঢুকে হামলা চালিয়েছে।

 

 আই/এ