রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের হামলায় ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) প্রায় ৭০ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। হামলায় জড়িত থাকার অভিযোগে ইউসিবি গ্রুপকে দায়ী করেছে কলেজের অধ্যক্ষ ওবায়দুল্লাহ নয়ন।
সোমবার (২৫ নভেম্বর) বিকেলে কলেজ ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
হামলার বর্ননা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে গিয়ে অধ্যক্ষ বলেন, শিক্ষার্থীদের হামলায় তাদের ১২তলা ভবনের কোনো কাঁচ আর অক্ষত নেই। ৫টি লিফট, কম্পিউটার ও সায়েন্স ল্যাব ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
হামলাকারী শিক্ষার্থীরা নগদ টাকা, শিক্ষার্থীদের প্রয়োজনীয় ডকুমেন্ট, সার্টিফিকেট, ৩ শতাধিক ফ্যান, প্রায় ৩০টির মতো ল্যাপটপ, অসংখ্য কম্পিউটারসহ মূল্যবান ও প্রয়োজনীয় বিভিন্ন জিনিস লুট করেছে।
অধ্যক্ষ দাবি করেন, অভিজিৎ হালদারের মৃত্যুর ঘটনায় ন্যাশনাল মেডিকেল কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে। এছাড়া শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের ইউসিবি নামের একটি গ্রুপ থেকে হামলার উসকানি ও ষড়যন্ত্র করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, সকাল থেকেই পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। কিন্তু হামলার সময় তারা দূরে থেকে পরিস্থিতি দেখেছেন। হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি।
এদিকে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৩৫ জন আহত হয়েছেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ওসি মো. ফারুক বলেন, যাত্রাবাড়ী থেকে আহত অবস্থায় অন্তত ৩৫ জনকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে বেশিরভাগ শিক্ষার্থী মাথায় এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
আই/এ