গ্রহের সেরা খেলোয়াড়! ম্যানচেস্টার সিটির ফেইসবুক পেজ থেকে ব্যালন ডি’অর জয় করা রদ্রির পরিচয় করিয়ে দেওয়া হয়েছে এটা বলেই। কিন্তু রদ্রিকে নিয়ে বলা এমন কথা যেন হাস্যকর মনে হয়েছে অধিকাংশ ফুটবল সমর্থকদের। পোস্টটিতে ১৫ ঘণ্টায় মোট ১ লাখ ৬৩ হাজার রিয়্যাক্ট পড়েছে। যেখানে ‘হাহা’ রিয়্যাক্ট ১ লাখ ৪ হাজার।
শুধু তাই নয় আলভারেজ নামের একজন কমেন্ট করেছেন, ‘সে তার দলে সেরা খেলোয়াড়ও নয়। ’
শনিবার রাতে ঘরের মাঠ ইতিহাদে টটেনহ্যামের বিপক্ষে ম্যাচের আগে রদ্রির ব্যালন ডি’অর জয় সেলিব্রেশন করে ম্যানচেস্টার সিটি। কিন্তু ম্যাচ শুরুর আগের রদ্রির জন্য ইতিহাদবাসির করা আনন্দ ম্যাচ শেষে আর থাকেনি।
প্রিমিয়ার লিগের ম্যাচে টটেনহ্যামের বিপক্ষে ৪-০ গোলের বড় পরাজয় হয়েছে টানা চার বারের চ্যাম্পিয়ন ম্যানসিটির। আর এটি ছিলো পেপ গার্দিওয়ালার দলের টানা পঞ্চম হার। এর আগে সিটি সবশেষ টানা পাঁচ ম্যাচ হেরেছিল ২০০৬ সালে।
ম্যানসিটি সবশেষ জয় পেয়েছিলো রদ্রির ব্যালন ডি’অর জয় করার আগে ২৬ অক্টোবর। এরপর থেকে আর জিততে পারেনি সিটিজেনরা।
সেই সাথে টটেনহ্যামের বিপক্ষে এই হারে ঘরের মাঠ ইতিহাদে টানা ৫২ ম্যাচের অপরাজেয় যাত্রাও শেষ হলো সিটির। এর আগে নিজেদের মাঠে ম্যানসিটি সবশেষ হেরেছিল ২০২২ সালের ১২ নভেম্বর।