খেলাধুলা

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই

আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র ৭ রানে অলআউট আইভরিকোস্ট!

স্পোর্টস ডেস্ক

ছবি: নাইজেরিয়া ক্রিকেট ফেডারেশন

আন্তর্জাতিক ক্রিকেটে এমন ঘটনা এর আগে ঘটেনি!

মাত্র ৭ রানে অলআউট হয়েছে একটা  দল। যেখানে তাদের লক্ষ্যমাত্রা ছিল ২০ ওভারে ২৭২ রান। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান অঞ্চলের বাছাই এর ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে এই লজ্জার সাক্ষী হয়েছে আইভরিকোস্ট।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি সর্বনিম্ন দলীয় সংগ্রহ। মাত্র দুই মাস আগে সিঙ্গাপুরের বিপক্ষে ১০ রানে অলআউট হয় মঙ্গোলিয়া। যা এতদিন পর্যন্ত ছিল সর্বনিম্ন দলীয় সংগ্রহের রেকর্ড।

নাইজেরিয়ার লাগোসে তাফাওয়া বেলেওয়া স্কয়ার ক্রিকেট ওভালে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল রোববার (২৪ নভেম্বর)। প্রথমে ব্যাট করতে নামা নাইজেরিয়া দল ৪ উইকেট হারিয়ে ২৭১ রানের সংগ্রহ তোলে। ওপেনার সেলিম সালাউ এর ব্যাটে আসে ৫৩ বলে ১১২ রান। আরেক ওপেনার সুলাইমন রানসিউয়ি করেন ২৯ বলে ৫০ রান। মিডল অর্ডারে আইজাক ওকপে ২৩ বলে ৬৫ রান করেন।

এদিকে এই রান তাড়া করতে গিয়ে বিপদে পড়ে আইভরিকোস্ট। প্রথম ওভার শেষে স্কোরবোর্ডে ৪ রান যোগ হয়। সেই ওভারের শেষ বলে ওপেনার ওত্তারা মোহাম্মদ বিদায় নেন। এরপর বোর্ডে আর ৩ রান যোগ হতেই বাকি ৯ ব্যাটারের পতন ঘটে। প্রত্যেক ব্যাটারই কমপক্ষে ২ বল মোকাবিলা করেছেন।

সবমিলিয়ে ৭.৩ ওভার বা ৪৫ বল খেলেছেন আইভরিকোস্ট।

নাইজেরিয়ার পক্ষে বল হাতে আইজ্যাক দানলাডি ও প্রসপার উসেনি ৩ টি করে উইকেট নিয়েছেন। পেটার আহো ২ টি, সিলভেস্টার ওকপে নিয়েছেন ১ টি উইকেট।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন নাইজেরিয়া | আইভরিকোস্ট | রেকর্ড | সর্বনিম্ন