আসছে নতুন বছরের (২০২৫) মাঝামাঝি সময় মুক্তি পেতে যাচ্ছে শ্রুতি হাসান অভিনীত তামিল ছবি ‘কুলি’। সবশেষ বড় পর্দায় ২০২৩ সালে মুক্তি পায় তার বিগ বাজেটের সিনেমা ‘সালার : পার্ট ১- সিজফায়ার’। এতে দক্ষিণী সুপারস্টার প্রভাসের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন শ্রুতি হাসান।
এরপর আর রুপালি পর্দা বা ওটিটি কোথাও অভিনয় করতে দেখা যায়নি তাকে। তবে ২০২৫ সালের শুরুতেই এ নায়িকা ‘কুলি’ নিয়ে বড় পর্দা মাতাতে আসছেন।
তারকাবহুল ‘কুলি’ মুক্তি পাবে ২০২৫ সালের ১২ জানুয়ারি। এরই মধ্যে সিনেমার সব কাজ শেষ হয়েছে।পরিচালক লোকেশ কানাগরাজ জানিয়ছেন, চলতি বছরের ডিসেম্বর থেকে ‘কুলি’ ছবির প্রচারণা শুরু হবে। এরই মধ্যে কুলির বেশ কয়েকটি পোস্টারও প্রকাশ করা হয়েছে। শিগগির এর ট্রেলারও প্রকাশ করা হবে বলে জানান পরিচালক।
২০২৩ সালের ১১ সেপ্টেম্বর শুরু হয়‘কুলি’ সিনেমার কাজ। এরপর ভারতের বিভিন্ন লোকেশনে হয় শুটিং। মাঝে শিডিউল ব্যস্ততায় কিছুদিন বন্ধ ছিল কাজ। এরপর ২৪ সালে আবারও শুরু হয় শুটিং। এখন সিনেমার সব ধরনের কাজ শেষ। চলছে মুক্তির প্রস্তুতি।
সিনেমায় শ্রুতি হাসান ছাড়াও আছেন রজনীকান্ত ও নাগার্জুনের মতো তারকা। ২০২৫ সালে এ সিনেমা ছাড়া শ্রুতির ‘সালার-২’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।
ভারতের তামিল, তেলেগু, কন্নড় ও মালায়ালাম ভাষার সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রী হিন্দি চলচ্চিত্রেও কাজ করছেন সমানতালে। দক্ষিণী সিনেমার এই অভিনেত্রী গায়িকা ও সুরকার হিসেবেও সুনাম কুড়িয়েছেন।
তামিল সিনেমা কিংবদন্তি অভিনেতা কমল হাসান ও অভিনেত্রী সারিকা ঠাকুরের মেয়ে শ্রুতি হাসান । ভারত ও তামিলসহ বাংলাদেশেও অসংখ্য ভক্ত রয়েছে সুন্দরী এই নায়িকার।
তামিল-হিন্দি দ্বৈত ভাষার ‘হে রাম’ সিনেমায় বল্লভভাই প্যাটেলের কন্যা হিসেবে শিশু শিল্পী হিসেবে অভিনয়ের মাধ্যমে অভিষেক ঘটে সিনেমায়। এই সিনেমার পরিচালক ছিলেন তার বাবা কমল হাসান।
নিশিকান্ত কামাত পরিচালিত মাধভানের বিপরীতে ২০০৮ সালের একটি সিনেমায় অভিনয়ের মাধ্যমে তার নায়িকা হিসেবে অভিষেক। ২০০৯ সালে ইমরান খানের বিপরীতে সোহাম শাহ পরিচালিত হিন্দি চলচ্চিত্র ‘লাক’-এ অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে কাজ শুরু করেন।
এমআর//