শেষবার দেখা হয়েছিল গত শীতে। তারপর তার জায়গা হয়েছিল আলমারির কোনো এ কোণে। শীতের আমেজ পড়তেই আবার তাকে মনে পড়েছে সকলের। আর তাই তড়িঘড়ি মহা আপ্যায়ন করে বার করা হয়েছে তাকে। আগামী কয়েকটি মাস সে সঙ্গী হয়ে থাকবে সকলের। কথা হচ্ছে কাঁথা-কম্বলদের নিয়ে। শীতে এদের ছাড়া কী দিন, আর কী বা রাত, স্পর্শ চাই প্রতি বেলা। তবে শীতে শুধু কম্বলের উষ্ণ ওম নিলে হবে না। যত্নও নিতে হবে সাধ্যমতো।
যেভাবে যত্ন নিবেন শীতযাপনের সঙ্গীর:
শীতের মৌসুম জুড়ে মাঝে মাঝেই আলো-বাতাসে মেলে দিন কম্বল। খুব ভাল হয়, যদি শুকনো কম্বল ঝুলিয়ে রেখে ভাল করে ঝাড়তে পারেন। এতে সহজেই ধুলো চলে যায়। আবার কম্বল আরামদায়কও হয়ে ওঠে।
হাতের কাছেই রেখে দিন পুরনো ব্রাশ। দেখবেন এর ব্রিসলগুলি যেন নরম হয়। মাঝে মাঝে ওটা দিয়ে পরিষ্কার জায়গায় কম্বল বিছিয়ে ব্রাশ করবেন। তা হলে কম্বলে আটকে থাকা ধুলো বেরিয়ে যাবে।
নিতান্ত ময়লা না হলে কম্বল চট করে কাচবেন না। যদি কাচতেই হয়, তা হলে আগে ঠান্ডা পানিতে পনেরো মিনিট ভিজিয়ে রাখুন। তারপর উলের জন্য নিরাপদ এমন কোনও ডিটারজেন্ট দিয়ে ওয়াশিং মেশিনে কম্বল পরিষ্কার করুন। গরম পানি একদমই ব্যবহার করবেন না।
এসি//