ভারতের চণ্ডীগড়ের অভিজাত এলাকায় র্যাপার বাদশার মালিকানাধীন বারের বাইরে দুটি স্বল্পমাত্রার বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) ঘটনাটি স্থানীয় সময় মঙ্গলবার সোয়া ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে ঘটে। মঙ্গলবার (২৬ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে কোনও হতাহতের ঘটনা ঘটেনি, তবে বারের একটি জানালার কাঁচ ভেঙে যায়। ফরেনসিক দল ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে। পুলিশ সন্দেহভাজনদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে এবং ঘটনার সাথে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করার চেষ্টা চলছে।
প্রথম বিস্ফোরণটি ঘটে বাদশার রেস্তোরাঁ সেভিল-এর প্রবেশপথে। প্রত্যক্ষদর্শীদের মতে, দুটি মোটরসাইকেল আরোহী অজানা বস্তু ছুড়ে বিস্ফোরণ ঘটায়। প্রথম বিস্ফোরণের সিসিটিভি ফুটেজ না থাকলেও, দ্বিতীয় বিস্ফোরণ ডি’ওরা বারের সামনে ঘটায় সেখানকার সিসিটিভিতে তা ধরা পড়ে। সেখানে দেখা যায়, সন্দেহভাজনরা একটি সাধারণ বোমা ছুড়ে জানালার কাঁচ ভেঙে দেয়।
বিস্ফোরণের পর, ভোর ৩:৩০ নাগাদ পুলিশ কন্ট্রোল রুমে একটি ফোন আসে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দল তল্লাশি চালিয়ে পাটের দড়ির টুকরো উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গেছে, এই দড়ি দিয়ে তৈরি স্থানীয়ভাবে তৈরি বোমা ব্যবহার করা হয়েছিল।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, বিস্ফোরণের উদ্দেশ্য ছিল মালিকদের ভয় দেখানো এবং এর পেছনে চাঁদাবাজির সম্ভাবনা রয়েছে।
ডি’ওরা-র এক কর্মচারী জানান, বিস্ফোরণের আওয়াজ শুনে সবাই দৌড়ে বাইরে আসে। জানালার কাঁচ ভেঙে পড়ে, তবে রেস্তোরাঁর ভিতরে থাকা আটজন কর্মচারীর কেউ আহত হয়নি।
জেডএস/