আন্তর্জাতিক

ইসরাইল-হিজবুল্লাহর যুদ্ধবিরতি কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: রয়টার্স

অবশেষে ইসরাইল ও লেবাননের সশস্ত্র আন্দোলন হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। বুধবার (২৭ নভেম্বর)স্থানীয় সময় ভোর ৪টা থেকে (বাংলাদেশ সময় সকাল ৮টা) এই যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। যুদ্ধবিরতির পরে লেবাননের বৈরুতজুড়ে গোলাগুলির শব্দ শোনা গেলেও, এটি উদযাপন না সতর্কবার্তা, তা স্পষ্ট নয়।  

বুধবার (২৭ নভেম্ববর) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, লেবাননে  ইসরাইল-হিজবুল্লাহর মধ্যকার এ চুক্তির মেয়াদ প্রাথমিক অবস্থায় থাকবে ৬০ দিন। পরবর্তীতে এটি আবারও বৃদ্ধি করা হবে। চুক্তিটি ইসরায়েল-লেবানিজ সীমান্তজুড়ে সংঘাতের অবসান ঘটিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন , যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় এ চুক্তি হয়েছে।  চুক্তির লক্ষ্য শত্রুতা স্থায়ীভাবে বন্ধ করা। ইসরাইল ৬০ দিনের মধ্যে সীমান্ত এলাকা থেকে সৈন্য সরিয়ে নেবে এবং লেবাননের সেনাবাহিনী ওই অঞ্চলের নিয়ন্ত্রণ নেবে। 

হোয়াইট হাউসে বক্তব্য দেওয়ার সময় বাইডেন বলেন, ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা ১০-১ ভোটে এই চুক্তি অনুমোদন করেছে। এই চুক্তি স্থায়ী যুদ্ধবিরতির জন্য তৈরি করা হয়েছে। 

হিজবুল্লাহ আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না দিলেও, তাদের কর্মকর্তা হাসান ফাদলাল্লাহ বলেন, তারা শক্তিশালী হয়ে উঠেছে। অন্যদিকে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, চুক্তি লঙ্ঘন হলে হিজবুল্লাহর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এই চুক্তিকে দীর্ঘ প্রচেষ্টার ফলাফল বলে আখ্যা দেন। লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি এবং পররাষ্ট্রমন্ত্রী এটিকে স্বাগত জানান । 

জেডএস/ 

 

এ সম্পর্কিত আরও পড়ুন ইসরাইল ও হিজবুল্লাহ