আস্তে আস্তে জমতে শুরু করেছে শীত। বাজারগুলোতে আসতে শুরু করেছে শীতের সবজি। তবে ক্রেতাদের জন্য যে খুব স্বস্তি আছে দামে, তা বলার উপায় নেই। বেশিরভাগ সবজির দাম আছে অপরিবর্তিত, দুই একটির আবার বেড়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর বেশ কিছু বাজারে সবজির দামে এমন চিত্র দেখা গেছে।
বাজারে আসা নতুন আলু কেজি প্রতি ১০০ টাকা দাম শোনা যাচ্ছে। কাঁচা মরিচ গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে বাড়তি দামে বিক্রি হচ্ছে, কেজি প্রতি ১৪০ টাকা দরে।
বাজারে সবজির দামগুলো মানভেদে বেগুন ৬০-৮০ টাকা, করলা ৭০-৯০ টাকা, ঢ্যাঁড়স ৬০ টাকা, বরবটি ৭০ টাকা, মুলা ৪০ টাকা, লতি ৬০ টাকা, ধুন্দুল ৬০ টাকা ও পটোল ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এছাড়াও পেঁপে ৪০ টাকা, গাজর ১৩০ টাকা, কচুরমুখী ৮০ টাকা, টমেটো ১২০ থেকে ১৪০ টাকা, শিম ৮০ থেকে ১০০ টাকা, শালগম ১১০ টাকা ও শসা বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায়।
পুরাতন আলু ৭৫ থেকে ৮০ টাকা কেজি। প্রতি কেজি ধনেপাতা ৭০ থেকে ৮০ টাকা, পেঁয়াজের কলি ৮০ টাকা। প্রতি পিস ফুলকপি মানভেদে ৫০ টাকা, বাঁধাকপি ৫০ টাকা।
সবজির দাম বেশিরভাগই অপরিবর্তিত অবস্থায় রয়েছে। বিক্রেতারা বলছেন, আগের চেয়ে দু'একটা সবজির দাম কিছুটা কমেছে। তবে বাজারে শীত আসার শুরু থেকেই সবজির দাম তুলনামূলক বেশি ছিল। যার খুব বেশি পার্থক্য এখনো তৈরি হয়নি।
এম এইচ//