‘ভারতীয় পতাকা অবমাননার’ প্রতিবাদে বাংলাদেশিদের চিকিৎসা না দেয়ার ঘোষণা দিয়েছে কলকাতার মানিক তলায় অবস্থিত জে এন রায় হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালটির পরিচালক শুভ্রাংশু ভক্ত বিষয়টি নিশ্চিত করেছে। শনিবার (৩০ নভেম্বর) এমনটি জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
বাংলাদেশ থেকে আগত রোগীদের জন্য সব ধরনের সেবা বন্ধ থাকবে জানিয়ে শুভ্রাংশু ভক্ত বলেন, ‘সবকিছুর উপরে দেশ। দেশকে বাদ দিয়ে কোন কিছু হতে পারে না। মেডিকেল সেবা একটি মহৎ পেশা, কিন্তু দেশের মর্যাদা সবকিছুর চেয়ে গুরুত্বপূর্ণ। অন্যান্য চিকিৎসা প্রতিষ্ঠানদেরও এই পথ অবলম্বন করা উচিত।’
এছাড়া কলকাতার বিখ্যাত গাইনোকোলজিস্ট ইন্দ্রনীল সাহাও সামাজিক যোগাযোগমাধ্যম জানিয়েছেন, তিনি আর বাংলাদেশি রোগীদের দেখছেন না। বৃহস্পতিবার রাতে, বাংলাদেশে ভারতীয় পতাকা অবমাননা হচ্ছে এমন একটি ছবি পোস্ট করে সাহা লিখেছেন, ‘বুয়েটের প্রবেশদ্বারে ভারতীয় পতাকাকে ফেলে রাখা হয়েছে! আমি আমার চেম্বারে বাংলাদেশি রোগীদের সেবা দেয়া বন্ধ করে দিয়েছি। দেশ আগে, রোজগার পরে। আমি আশা করি, যতক্ষণ না সম্পর্ক ভাল হচ্ছে, ততক্ষণ অন্যান্য ডাক্তাররাও একই কাজ করবেন।’
প্রতিবেদনে আরও বলা হচ্ছে, হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের ‘স্বচ্ছ বিচারের’ জন্য বাংলাদেশকে ভারত আহ্বান জানানোর একদিনের মধ্যেই কলকাতায় বাংলাদেশি রোগীদের সেবা বন্ধ করার মত ঘটনা ঘটলো। এছাড়া শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় উদ্বেগের বিষয়টি দিল্লী ঢাকাকে জানিয়েছে।
এনএস/