বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় ম্যাচটি নির্ধারিত সময়ে শুরু হচ্ছে না। মাঠ ভেজা থাকার কারণে টসের সময় পিছিয়েছে।
ক্রিকেট-ভিত্তিক ওয়েবসাইট 'ক্রিকইনফো' থেকে প্রাপ্ত, প্রথমে জ্যামাইকার স্থানীয় সময় ৯.৪৫ মিনিটে আম্পায়াররা মাঠ পরিদর্শন করার কথা ছিল। যা বাংলাদেশের সময় অনুযায়ী রাত ৯ টা ৪৫ মিনিট। তবে সেই সময় পরিবর্তন করে রাত ১২ টায় আম্পায়ারদের মাঠ পরিদর্শন করার কথা আছে।
শনিবার (৩০ নভেম্বর) জ্যামাইকার স্যাবিনা পার্কে বাংলাদেশ সময় রাত ৯ টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল।
প্রথম ম্যাচে ২০১ রানের পরাজয় বাংলাদেশকে অনেকখানি পিছিয়ে দিয়েছে। উইন্ডিজদের ঘরের মাটিতে সফরকারীদের ফিরে আসা স্বাভাবিকভাবেই কষ্টসাধ্য হয়ে ওঠার কথা।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ক্যারিবিয়ান অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট মাঠের ঘাস দেখে বেশ ভালো মনে করছেন। মাঠে থাকা ময়েশ্চারের কথাও উল্লেখ করেছেন তিনি। দ্বিতীয় ম্যাচটি ভালোভাবে শুরু করতে চায় তার দল।
উইন্ডিজ পেসারদের সামলাতে বেশ বেগ পেতে হচ্ছে বাংলাদেশকে। প্রথম ম্যাচে তা দৃশ্যমান ছিল। দ্বিতীয় ম্যাচেও এমন পেস আক্রমণ দিয়েই বাংলাদেশকে চেপে ধরতে চাইবে তারা। তবে উদ্বোধনী ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে ভালো করতে চাইবে বাংলাদেশ দল।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সাদমান ইসলাম অনিক, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, শাহাদাত হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ এবং নাহিদ রানা।
এম এইচ//