আন্তর্জাতিক

তাইওয়ানে ৩৮ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

তাইওয়ানের কাছে ৩৮ কোটি ডলারের অস্ত্র বিক্রির প্রস্তাব অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রয়েছে যুদ্ধ বিমানের যন্ত্রাংশ ও রাডার সিস্টেম। আগামী বছর তাইওয়ানে এসব সামরিক সরঞ্জামাদি সরবারহ শুরু করবে যুক্তরাষ্ট্র। 

যুক্তরাষ্ট্রের ডিফেন্স সিকিউরিটি কো অপারেশন এজেন্সি (ডিএসসিএ) শুক্রবার (২৯ নভেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। এমনটি জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা

ডিএসসিএ বিবৃতিতে জানিয়েছে, তাইওয়ান যেন তার এফ-১৬ যুদ্ধ বিমান বহরের সক্ষমতা বজায় রাখার মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবিলা করতে পারে তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এই অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে।

শনিবার তাইওয়ানের প্রেসিডেন্ট উইলিয়াম লাই চিং তে প্রশান্ত মহাসাগরীয় দেশগুলো সফর শুরু করেছেন। যুক্তরাষ্ট্রে যাত্রা বিরতি করবেন তিনি। আর লাই চিং তের এই সফরে বেশ চটেছে তাইওয়ানকে দীর্ঘদিন ধরে নিজেদের অংশ বলে দাবি করে আসা চীন। । 

 

এনএস/  

এ সম্পর্কিত আরও পড়ুন তাইওয়ানে