নরসিংদীতে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর মূল শুমারির প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
রবিবার(১ ডিসেম্বর) সকালে নরসিংদী আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউটে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী এ কার্যক্রম উদ্বোধন করেন।
জেলা প্রশাসক বলেন, অর্থনৈতিক শুমারি একটি রাষ্ট্রের ভবিষ্যৎ পরিকল্পনা ও ভবিষ্যতে রাষ্টের উন্নয়ন কর্মপন্থা নির্ধারন করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন বাংলাদেশ গড়তে নির্ভুল তথ্য সংগ্রহ, স্বচ্ছতা ও আন্তরিকতার সাথে শুমারি কার্যক্রম সম্পন্ন করতে সকলের প্রতি তিনি আহবান জানান।
অনুষ্ঠানে উপজেলা শুমারি সমন্বয়কারী, জোনাল অফিসার এবং আইটি সুপারভাইজারগণের উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন স্লোগানকে প্রতিপাদ্য করে ১০-২৬ ডিসেম্বর ২০২৪ সারাদেশে একযোগে অর্থনৈতিক শুমারিকাল চলবে।
আই/এ