ফুটবল খেলায় দলের খারাপ সময়ে টিকা-টিপ্পনী শোনার অলিখিত রীতি সেই আদিকাল থেকেই। এবার হারতে হারতে ক্লান্ত ম্যানচেস্টার সিটি কোচও তেমন পরিস্থিতির শিকার হলেন। লিভারপুলের মাটিতে ২-০ গোলে পরাজয়ের দিনে গার্দিওলাকে হজম করতে হয়েছে প্রতিপক্ষ সমর্থকদের বিদ্রূপ আর গঞ্জনা।
খেলা শুরুর ১২ মিনিটেই কোডি গাকপোর গোলে এগিয়ে যায় লিভারপুল। যার ষোলকলা পূর্ণ হয় মোহাম্মদ সালাহর গোল দিয়ে। অন্যদিকে পুরো নব্বই মিনিট জুড়েই সিটির পারফরম্যান্স ছিলো ভঙ্গুর। এরকারনেই তাই ডাগআউটে দাঁড়ানো গার্দিওলাকে বিদ্রূপ করতে ছাড়েনি লিভারপুলের সমর্থকরা।
কেউ কেউ বলছিলেন, ‘কাল সকালেই তোমার চাকরি চলে যাবে।‘
গার্দিওলা অবশ্য ছেড়ে কথা বলেনি। দর্শকদের উদ্দেশ্যে হাতের ৬ আঙ্গুল দেখিয়ে বুঝিয়ে দেন, তিনি এই ম্যানসিটিকে ৬ টি প্রিমিয়ার লিগ জিতিয়েছেন।
ম্যাচশেষে স্কাই স্পোর্টস’কে একটি সাক্ষাৎকার দিয়েছেন গার্দিওলা। সেখানে তিনি বলেন, লিভারপুলের সমর্থকদের থেকে এমন কিছু তিনি আশা করেননি। এই স্প্যানিশ কোচ মনে করেন এসব বিষয় খেলারই অংশ।
গার্দিওলার অধীনে এই প্রথমবার টানা ৭ ম্যাচ জয়হীন অবস্থায় আছে ম্যানসিটি। ৬টি ম্যাচে হেরেছে। আর একটিতে ড্র করেছে। প্রিমিয়ার লিগের শেষ ৪ ম্যাচের চারটিতেই পরাজয়কে সঙ্গী করতে হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। এতে টেবিলের পঞ্চম স্থানে অবস্থান করছে সিটি। অন্যদিকে লিভারপুল শীর্ষস্থান আরও ভালোভাবে দখল নিয়েছে।
এম এইচ//