অস্ট্রেলিয়ান 'গ্রেট' ক্রিকেটার ডন ব্রাডম্যানের ‘ব্যাগি গ্রিন’ টেস্ট ক্যাপ ২ লক্ষ ৫০ হাজার ডলারে বিক্রি হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বনহামস নিলাম হাউজ থেকে এই ক্যাপটি বিক্রি হয়ে যায়।
বনহামস নিলাম হাউজ জানায়, এই ক্যাপ পরে ১৯৪৭-৪৮ সালে ভারতের বিপক্ষে নিজেদের মাটিতে খেলেছিলেন ব্রাডম্যান। এই সিরিজটি ঘরের মাটিতে তার শেষ টেস্ট সিরিজ ছিল।
মাত্র ১০ মিনিট স্থায়ী হয়েছিল নিলাম অনুষ্ঠান। যেখানে ১ লক্ষ ৬০ হাজার ডলার থেকে নিলামের ডাক শুরু হয়। যা ২ লক্ষ ৫০ হাজার ডলারে গিয়ে থামে।
নিলাম হাউজটি জানায়, ওই সিরিজে এটাই একমাত্র পরিচিত ব্যাগি গ্রিন ক্যাপ- যা পরিধান করেছিল ব্রাডম্যান। এই সিরিজের ৬ ইনিংসে ৭১৫ রান করেন তিনি, যেখানে গড় রান ছিল ১৭৮.৭৫। সিরিজজুড়ে ছিল ৩ টি সেঞ্চুরি ও ১ টি ডাবল হানড্রেড।
১৯২৮ সালে টেস্ট অভিষেকের সময় আলাদা ধরনের একটি ব্যাগি গ্রিন ক্যাপ পরতেন ব্রাডম্যান। এই ক্যাপটি ২ লক্ষ ৯০ হাজার ডলারে ২০২০ সালে নিলামে বিক্রি হয়ে যায়।
ব্রাডম্যান যখন অবসরে যান তখন তার টেস্ট গড় ৯৯.৯৪, যা সর্বকালের সেরা।
এই কিংবদন্তি ক্রিকেটার ২০০১ সালে ৯২ বছর বয়সে মারা যান।
এম এইচ//