ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় সাত জনকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে তিন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত এবং এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রাজ্যের এক সিনিয়র পুলিশ কর্মকর্তা জানান, সোমবারের ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে বিজেপি সরকার। এ ঘটনায় সাব-ইন্সপেক্টর দিলু জামাতিয়া, দেবব্রত সিনহা ও জয়নাল হোসেনকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া সহকারী কমান্ড্যান্ট কান্তি নাথ ঘোষকে প্রত্যাহার করা হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে চার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
প্রতিবেদনে আরও বলা হয়, কূটনৈতিক মিশনে হামলার ঘটনায় আগরতলায় বাংলাদেশ মিশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এই ঘটনার নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদের অনুমতি থাকলেও এ ধরনের কাজ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে জানায়, হামলার ঘটনায় আগরতলার নিউ ক্যাপিটাল পুলিশ কমপ্লেক্স থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক ৭ আসামিকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এদিকে এ ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গভীরভাবে অনুতপ্ত জানিয়ে প্রতিবেদনে বলা হয়, কোনভাবেই কূটনৈতিক স্থাপনায় হামলা সমর্থনযোগ্য নয়। দিল্লিসহ ভারতে্র বিভিন্ন স্থানে অবস্থিত বাংলাদেশি উপ হাইকমিশন এবং সহকারী হাইকমিশনে নিরাপত্তা বাড়ানোর বিষয়ে সরকার পদক্ষেপ নিয়েছে বলেও জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
আই/এ