খেলাধুলা

বার্সার জয়ের দিনে ইয়ামাল-রাফিনিয়ার মধুর 'ক্যামিস্ট্রি'

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

বার্সেলোনার হয়ে শুরুর একাদশে ফিরেছেন লামিনে ইয়ামাল। এদিন মায়োর্কার মাঠে ৫-১ গোলে জয় পেয়েছে বার্সা। এই ম্যাচে ইয়ামালের সঙ্গে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়ার ক্যামিস্ট্রি দেখেছে দর্শকরা।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতের ম্যাচের ১২ মিনিটে দানি ওলমোর গোলে এগিয়ে যায় বার্সেলোনা। তবে ৪৩ মিনিটে মারিকির গোলে সমতায় ফেরে মায়োর্কা। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে চোট কাটিয়ে শুরুর একাদশে ফেরা লামিনে ইয়ামালকে বক্সে ফেলে দেন মায়োর্কার এক ডিফেন্ডার।

স্পট কিকে বার্সাকে এগিয়ে দেন রাফিনিয়া। অবশ্য রাফিনিয়া স্পট কিক নিতে বলেন ইয়ামালকেই। তবে ইয়ামাল পেনাল্টি কিক না নিয়ে ফিরিয়ে দেন বার্সেলোনা অধিনায়ক রাফিনিয়াকে। এতে সফল হন এই ব্রাজিলিয়ান।

রাফিনিয়া আর ইয়ামালের ক্যামেস্ট্রি কতোটা মধুর তা দেখা যায় পরের গোলটিতে।  ডান পাশ থেকে স্প্যানিশ তারকা রাফিনিয়াকে উদ্দেশ্য করে এমন একটি পাস বাড়ান, এক দুই তিন জন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বল চলে যায় ব্রাজিলিয়ান তারকার পায়েই। আলতো টোকায় বল জালে পাঠান রাফিনিয়া।

চলতি লা লিগায় ১৬ ম্যাচে রাফিনিয়ার এটি ১১ তম গোল। আর স্প্যনিশ ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২১ ম্যাচে ব্রাজিলিয়ান তারকার গোল এখন ১৬টি।

৭২ ও ৮৪ তম মিনিটে ফ্রেংকি ডি ইয়ং ও পাউ ভিক্তর গোলে মায়োর্কোর মাঠে ব্যবধান ৫-১ করে বার্সেলোনা।

এই জয়ে লা লিগায় টানা তিন ম্যাচে পয়েন্ট হারানোর বার্সেলোনা ঘুরে দাঁড়ালো দারুণ ভাবেই।   ১৬ ম্যাচ শেষে ১২ জয় ও ১ ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট এখন ৩৭। দুই ম্যাচ কম খেলে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে  রিয়াল মাদ্রিদ।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন বার্সেলোনা | লামিনে ইয়ামাল | রাফিনিয়া